ঢাকা: আয়ারল্যান্ডের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন ফিল সিমন্স। আর খুব দ্রুতই নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ হচ্ছেন ত্রিনিদাদের সাবেক ক্রিকেটার।
৫১ বছর বয়সী সিমন্স ক্যারিবীয়দের হয়ে ১৯৮৭ থেকে ১৯৯৯ পর্যন্ত ২৬টি টেস্ট ও ১৪৩টি একদিনের ম্যাচ খেলেছিলেন। রাজনৈতিক ও দলীয় কোন্দলের কারণে খারাপ অবস্থায় থাকা ওয়েস্ট ইন্ডিজের হয়ে আগামী তিন বছরের জন্য চুক্তি করছেন তিনি। আর ক্যারিবীয়দের কোচ হিসেবে আগামী মাসেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে ক্যরিয়ার শুরু করবেন তিনি।
এ প্রসঙ্গ দলটির চীফ এক্সিকিউটিভ মিখায়েল মুইরহেড বলেন, ‘সিমন্স জানে কিভাবে ক্রিকেটারদের প্রস্তুত করতে হয়। আর তার অধীনে ম্যাচে কিভাবে জয় পাওয়া যায় এটাও সে প্রমাণ করেছে। ’
তিনি আরো বলেন, ‘আমাদের দলে প্রচুর প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। আমি বিশ্বাস করি এসব ক্রিকেটারদের সে তৈরী করতে পারবে। আর দলের কোচিংয়ের জন্য তিনি যোগ্য। ’
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫