ঢাকা: বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপ পর্ব শেষে কোয়ার্টার ফাইনাল পর্বও শেষ হয়েছে। কিন্তু, নকআউট পর্বের ম্যাচগুলো নিয়ে উত্তেজনা থাকলেও চারটি ম্যাচই হয়েছে একতরফা।
১৮ মার্চ প্রথম কোয়ার্টার ফাইনালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হয় শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। ইমরান তাহির ও জেপি ডুমিনির স্পিন ঘূর্ণিতে ১৩৩ রানেই গুটিয়ে যায় গত দুই আসরের রানারআপরা। জবাবে ৩২ ওভার হাতে রেখে এক উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। ৩০৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পাঁচ ওভার বাকি থাকতে ১৯৩ রানে অলআউট হয় টাইগাররা। তবে মাশরাফিদের বড় পরাজয়ের পেছনে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্ত দায়ী ছিল। যা পুরো ক্রিকেট বিশ্বজুড়েই সমালোচনার ঝড় তোলে।
তৃতীয় কোয়ার্টার ফাইনালে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে পাকিস্তান। অ্যাডিলেডে অনুষ্ঠিত মাচে ২১৩ রানেই অলআউট হয় ৯২’র চ্যাম্পিয়নরা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৬.১ ওভার বাকি থাকতে ছয় উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা।
সর্বশেষ কোয়ার্টার ফাইনালে আজ (২১ মার্চ) স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হয় দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে এদিন ব্যাটিংয়ে ঝড় তোলেন কিউই ব্যাটসম্যান মার্টিন গাপটিল। তার ২৩৭ রানের অপরাজিত ইনিংসে ভর করে স্কোরবোর্ডে ৩৯৩ রান তোলে ব্ল্যাক ক্যাপসরা।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৩০.৩ ওভার শেষে ২৫০ রানেই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিয়ানরা। ট্রেন্ট বোল্ট চার উইকেট নিয়ে একাই ক্যারিবীয় টপ অর্ডারে ধ্বস নামান। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রানের (৩৩ বল) ঝড়ো ইনিংস খেলেন ক্রিস গেইল। ১৪৩ রানের বিশাল জয় নিয়ে সেমিতে পা রাখে কিউইরা।
সেমিফাইনালের ম্যাচগুলোও কি একতরফাভাবে শেষ হবে? ক্রিকেট ভক্তরা নিশ্চই এমনটি চাইবে না।
উল্লেখ্য, ২৪ মার্চ (মঙ্গলবার) অকল্যান্ডের ইডেন পার্কে প্রথম সেমিফাইনালে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। আর ২৬ মার্চ (বৃহস্পতিবার) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ভারত। বাংলাদেশ সময় সকাল ৭টায় প্রথমটি ও সাড়ে ৯টায় দ্বিতীয় ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘন্টা, মার্চ ২১, ২০১৫