ঢাকা: পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে হতাশা ব্যক্ত করেছেন মিসবাহ উল হক। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেন পাক অধিনায়ক মিসবাহ।
মিসবাহ বলেন, ‘বিশ্বকাপে পাকিস্তান দলের খেলোয়াড়দের ফিটনেস, ফিল্ডিং ও ব্যাটিং ছিল খুবই নিম্নমানের। এ কারণেই আমরা টিকে থাকতে পারিনি। এই তিনটি বিভাগে অবশ্যই উন্নতি করতে হবে। বিশেষ করে ব্যাটিংয়ের দুর্বলতা ছিল লক্ষণীয়। আন্তর্জাতিক মানের দিক থেকে আমরা যথেষ্ট পিছিয়ে ছিলাম। এছাড়াও ফিটনেস সমস্যার কারণে ফিল্ডিংও হয়েছে যাচ্ছেতাই। ’
তিনি আরও বলেন, ‘ফিটনেস সমস্যা দূর করার লক্ষ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের যথোপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত। যেটি বর্তমানে অনুপস্থিত। ঘরোয়া লিগে ক্রিকেটারদের মাঝে ফিটনেস ভালো রাখার সংস্কৃতি গড়ে তুলতে হবে। অন্যথায় এটি ভবিষ্যতে ভোগাবে। ’
তরুণ ও উদীয়মান ক্রিকেটাদের উদ্দেশ্যে মিসবাহ বলেন, ‘পাকিস্তান দলে প্রতিভাবান ক্রিকেটারদের কমতি নেই। কিন্তু, প্রতিভার সঠিক প্রতিফলন না ঘটলে তা হবে খুবই দুঃখজনক। তরুণদের উদ্দেশ্যে আমার একটিই বার্তা, তোমরা যদি বিশ্বকাপের মতো বড় আসরে সফল হতে চাও তাহলে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। ’
চল্লিশ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটসম্যান বলেন, ‘পাকিস্তানের হয়ে পুরো ক্যারিয়ারটাই বেশ উপভোগ করেছি। ইনজামাম উল হক, মোহাম্মদ ইউসুফ, ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুসের মতো সেরা ক্রিকেটারদের সঙ্গে আমার খেলার সৌভাগ্য হয়েছে। ’
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘন্টা, মার্চ ২১, ২০১৫