ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আগ্রহের সাথে দর্শকদের রয়েছে দুঃচিন্তাও

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫
আগ্রহের সাথে দর্শকদের রয়েছে দুঃচিন্তাও

ঢাকা: চলতি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে স্বাগতিক অস্ট্রেলিয়া এবং বর্তমান চ্যাম্পিয়ন ভারত। আর এ ম্যাচ নিয়ে আগ্রহের কমতি নেই মাঠে বসে খেলা উপভোগ করতে যাওয়া দর্শকদের।

তবে, আগ্রহের সাথে দুঃশ্চিন্তারও কমতি নেই তাদের।

বৃহস্পতিবারের হাইভোল্টেজ এ ম্যাচে হানা দিতে পারে বৃষ্টি। আর তাই ২৬ মার্চ মাঠে বসে যারা দেখবেন এ ম্যাচ, তাদের আনন্দে উৎসবেও হানা দিতে পারে অস্ট্রেলীয় বৃষ্টি।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম থেকে জানা যায়, বৃহস্পতিবার সিডনিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে বৃষ্টি হানা দিতে পারে সিডনিতে। আর বুধবার ভারিবর্ষন হতে পারে সেখানে।

তবে, ইতোমধ্যেই বৃষ্টির চিন্তা মাথায় না রেখে ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেটপ্রেমীরা তাদের প্রস্তুতি নিতে শুরু করেছেন। ৪৪ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন সিডনি ক্রিকেট গ্রাউন্ডের সব টিকিট বিক্রি শেষ হয়েছে বলেও জানা যায় অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম গুলোতে।

গত ২১ ফেব্রুয়ারি বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটি পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে। ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে সে ম্যাচে একটি বলও না গড়ালে পয়েন্ট ভাগাভাগি হয় দু’দলের।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ২৫ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।