ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের সাবেক প্রধান কোচ ওটিস গিবসন দ্বিতীয় মেয়াদে ইংল্যান্ড দলের পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাসেজ সিরিজ সামনে রেখে ডেভিড সেকারের স্থলাভিষিক্ত হন গিবসন।
এর আগে ২০০৭ সালে ইংল্যান্ডের পেস বোলিং কোচ হয়েছিলেন গিবসন। তিন বছর দায়িত্ব পালনের পর তিনি ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ নির্বাচিত হন। অবশ্য, ছয় মাস পর তাকে কোচের পদ থেকে অপসারিত করে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড।
আগামী মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংলিশরা। তাই অ্যাশেজ সিরিজের আগেই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন গিবসন। উল্লেখ্য, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটি শুরু হবে জুলাই মাসে।
ইংল্যান্ড দলের ব্যবস্থাপনা পরিচালক পল ডাউন্টন বলেন, ‘আমরা গিবসনকে পুনরায় বোলিং কোচ হিসেবে পেয়ে খুবই উচ্ছ্বসিত। কোচ হিসেবে তিনি সম্মানের পাত্র। আশা করছি, দলের পেসাররা তার অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে। ’
তিনি আরও বলেন, ‘গিবসনের সঙ্গে এখনো দীর্ঘমেয়াদি চুক্তি হয়নি। আপাতত তিনি স্বল্পমেয়াদে দায়িত্ব পালন করবেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ড দলের পারফরম্যান্সের ওপরই সবকিছু নির্ভর করবে। ’
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘন্টা, মার্চ ২৭, ২০১৫