ঢাকা: আগামী নয় এপ্রিল ভারতের চেন্নাইয়ে অফিসিয়ালি বোলিং টেস্ট করাবেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। একই দিনে হাফিজের সঙ্গে বোলিং টেস্ট করাবেন দেশটির নারী দলের অলরাউন্ডার জাভিরা খান।
হাফিজ গত বছরের ডিসেম্বরে বোলিং থেকে নিষেধাজ্ঞা পান। তবে হাঁটু এবং কাঁধের ইনজুরির কারণে পাকিস্তানের বিশ্বকাপ খেলতে পারেন নি তিনি।
২০১৪ চ্যাম্পিয়নস লিগে লাহোর লায়ন্সে খেলা কালীন সর্ব প্রথম আম্পয়ারদের সন্দেহের তালিকায় পড়েন হাফিজ। তবে নভেম্বরে আবু ধাবিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে তার প্রতি আবারো রিপোর্ট করা হয়। পরে আইসিসি তার বোলিং পরিক্ষা করলে দেখা যায় তিনি তার সবগুলো বলেই ১৫ ডিগ্রির বেশী ভাঙে। ক্রিকেটে সর্বোচ্চ ১৫ ডিগ্রি পর্যন্ত হাঁত ভেঙে বল করা যায়।
পরে ডিসেম্বরে চেন্নাইয়ের স্যার রামচন্দ্রন ইউনিভার্সিটিতে হাফিজ আন-অফিসিয়ালি বোলিং টেস্ট করালে নিজেকে সঠিক প্রমাণ করতে ব্যর্থ হন।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫