ঢাকা, রবিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

আগামী সপ্তাহে টাইগারদের গণসংবর্ধনা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৬, এপ্রিল ৩, ২০১৫
আগামী সপ্তাহে টাইগারদের গণসংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: শক্তিশালী দল ইংল্যান্ড, আইসিসির সহযোগী দুই দেশ আফগানিস্তান ও স্কটল্যান্ডকে হারিয়ে এবারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছে বাংলাদেশ দল। বিশ্বকাপে স্বপ্ন পূরণ করে ২২ মার্চ দেশে ফেরে টাইগার বাহিনী।



বিশ্বকাপে দুর্দান্ত দাপট দেখিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠায় মাশরাফিদের জন্য গণসংবর্ধনার আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার  বিসিবি  সভাপতি নাজমুল হাসান পাপন গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের এ কথা জানান।

এ বিষয়ে পাপন বলেন, ‘বাংলাদেশের মানুষ ক্রিকেট পাগল। যে কারণে সাধারণ মানুষের জন্য ঢাকায় আগামী ৮ অথবা ৯ এপ্রিল বড় ধরণের সংবর্ধনার আয়োজন করা হবে। এ বিষয় নিয়ে আলোচনা করতে আগামী রোববার বিসিবিতে সভা ডাকা হয়েছে। ’

এছাড়া তিনি আরও বলেন, ‘আসলে ক্রিকেটারদের গণসংবর্ধনা আগেই দেয়ার কথা ছিল। কিন্তু এ কয়েক দিন (মোস্তফা কামালের পদত্যাগ নিয়ে) যা হয়েছে- তা  নিয়ে খুব বিপদে ছিলাম। আশা করছি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ’

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ০৩ এপ্রিল ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।