ঢাকা: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি হওয়ার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। শুক্রবার দুপুরে গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সাংবাদিকদের পাপন বলেন, ‘মোস্তফা কামালের পদত্যাগের পর আইসিসি থেকে মৌখিকভাবে আমাকে সভাপতি হওয়ার প্রস্তাব দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমি এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। সরকারের সঙ্গে আলোচনা করে আগামী সপ্তাহে এ বিষয়ে জানাবো। ’
আইসিসির মৌখিক প্রস্তাবের বিষয়ে পাপন আরও বলেন, আইসিসির সব সদস্য দেশের সঙ্গেই বাংলাদেশের সম্পর্ক ভালো, সবার সঙ্গেই আমার যোগাযোগ হয়। কামাল সাহেবের পদত্যাগের পর গতকালও অনেকের সঙ্গে কথা হয়েছে। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড, আইসিসি’র সিইও, চেয়ারম্যানসহ অনেকের সঙ্গেই কথা হয়েছে।
পাপন জানান, কামাল সাহেবের পদত্যাগের পর এখনও আড়াই মাস সময় আছে, এ সময়ে বাংলাদেশ থেকেই সভাপতি হওয়ার নিয়ম আইসিসির। তাই আড়াই মাসের জন্য আমি সভাপতি হবো কিনা এখনও সিদ্ধান্ত নেইনি। আইসিসির সভাপতি হলে বিসিবির সভাপতির পদ ছাড়তে হবে কিনা, সেটিও দেখার বিষয়। তাছাড়া বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলা প্রয়োজন। তাই এ বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।
মুস্তফা কামালের পদত্যাগের বিষয়ে পাপন বলেন, কামাল সাহেবের পদত্যাগ খুবই দুঃখজনক। তবে তার জায়গায় থাকলে আমিও হয়তো এটিই করতাম। আইসিসির সভাপতিকে কেন ট্রফি দিতে দেয়া হলো না, তার কারণ অবশ্যই আইসিসির আগামী মিটিংয়ে জানতে চাইবো আমরা। সেই অধিকার আমাদের আছে।
উল্ল্যেখ্য, আইসিসি’র পরবর্তী সভা আগামী ১৫ এপ্রিল অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৫