ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পুরস্কার হিসেবে যা থাকছে বিসিএলে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৫
পুরস্কার হিসেবে যা থাকছে বিসিএলে ছবি : শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আসন্ন পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে চার ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে রোববার থেকে মাঠে গড়াচ্ছে  বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। ৫ এপ্রিল শুরু হয়ে ১১ এপ্রিল ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে ওয়ানডে ভার্সনের এ টুর্নামেন্ট।



মাত্র এক সপ্তাহের আয়োজন হলেও পুরস্কারের কমতি থাকছে না বিসিএলে। চ্যাম্পিয়ন দল পাবে ১৫ লক্ষ টাকা প্রাইজমানি। আর রানার্সআপ দল পাবে ৭ লক্ষ টাকা। এছাড়া ম্যান অব দ্য ম্যাচের জন্য থাকবে পঁচিশ হাজার টাকা। আর ম্যান অব দ্য টুর্নামেন্ট পাবেন এক লক্ষ টাকা।

ম্যাচ ফি হিসেবে জাতীয় দলের ‘এ’ গ্রেডের ক্রিকেটাররা পাবেন ম্যাচ প্রতি পঞ্চাশ হাজার টাকা। আর ‘বি’ গ্রেডের ক্রিকেটাররা পাবেন ম্যাচ প্রতি ত্রিশ হাজার টাকা।

শনিবার দুপুরে বিসিএল উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।
 
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ০৪ এপ্রিল ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।