ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাঠে গড়ালো বিসিএল ওয়ানডে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
মাঠে গড়ালো বিসিএল ওয়ানডে ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তিন ফ্র্যাঞ্চাইজি দল  ও বিসিবি নর্থ জোনসহ চার দল নিয়ে শুরু হল বাংলাদেশ ক্রিকেটে লিগের (বিসিএল) ওয়ানডে টুর্নামেন্ট। রোববার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকগন নতুন (ওয়ানডে ভার্সন) এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।



উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে প্রাইম ব্যাংক সাউথ জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন। টস জিতে ইস্ট জোনের অধিনায়ক মুমিনুল হক প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।

ব্যাটিংয়ে নামেন মাশরাফি বিন মর্তুজার দল সাউথ জোনের দুই ওপেনার সৈকত আলী ও ইমরুল কায়েস।

দিনের অপর ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বিসিবি নর্থ জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোন।

বিসিএলে অংশ নেওয়া চারটি দল একবার করে পরস্পরের বিপক্ষে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে উঠবে।

আগামী ১১ এপ্রিল শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে বিসিএলের ওয়ানডে পর্ব।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৫

এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।