ঢাকা: গতকাল শনিবার সাহারা গ্রুপের সাথে চুক্তি বাতিল করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি’র সাথে চার বছরের স্পন্সর চুক্তিটি মেয়াদ পূর্ন হওয়ার ১৫ মাস আগেই বাতিল হয়ে গেছে।
বিসিবি এখন খুঁজছে নতুন স্পন্সর। স্পন্সরশীপ চেয়ে পত্রিকায় বিজ্ঞাপনও দিয়েছে ক্রিকেট বোর্ড। চারটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ইতিমধ্যে আগ্রহ দেখিয়েছে। গ্রামীন ফোন, রবি, টপ অব মাইন্ড ও টোটাল স্পোর্টস বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর হতে আগ্রহ দেখায়।
এর মধ্যে সবচেয়ে বেশী টাকা দিতে যারা সম্মত হবে তাদেরকে স্পন্সরশীপ দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
রোববার বিসিবি’র বোর্ড সভা শেষে পাপন আরো জানিয়েছেন, টাকার অঙ্কে বিসিবি’র টার্গেটের কাছাকাছি পৌঁছেছে এর মধ্যে একটি প্রতিষ্ঠান।
তবে প্রতিষ্ঠানটির নাম ও টাকার অংক এখনই জানাতে রাজী হননি বিসিবি সভাপতি।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৫
এসকে/এমএমএস