ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়াকারকে ধুয়ে দিলেন রাজ্জাক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
ওয়াকারকে ধুয়ে দিলেন রাজ্জাক আব্দুল রাজ্জাক ও ওয়াকার ইউনুস

ঢাকা: ওয়াকার ইউনুসের প্রতি আব্দুল রাজ্জাকের ক্ষোভটা বোধ হয় একটু বেশিই। এর আগেও পাকিস্তানের বর্তমান কোচ ওয়াকারের বিরুদ্ধে সমালোচনা করেছিলেন।

এবার তো সেটিকেও ছাড়িয়ে গেলেন।

রাজ্জাক বলেন, ‘জাতীয় দল থেকে সিনিয়র ক্রিকেটারদের বাদ দেওয়ার পেছনে ওয়াকারের হাত রয়েছে। কোচ হিসেবে তার উদ্দেশ্যই থাকে সিনিয়র ও অভিজ্ঞ ক্রিকেটারদের ক্যারিয়ার ধ্বংস করা। ২০১১ সালে তিনি যখন প্রধান কোচ নির্বাচিত হন তখনও একই কাজ করেন। তার কারণেই মোহাম্মদ ইউসুফ আর দলে ফিরতে পারেননি। ’

এ তারকা অলরাউন্ডার আরও বলেন, ‘২০১১ সালে শহীদ আফ্রিদিকে দল থেকে বাদ দেওয়া ও তার অধিনায়কত্ব কেড়ে নেওয়ার পেছনেও ওয়াকার ভূমিকা রাখেন। তিনি সিনিয়রদের বাদ দিয়ে তুরণ ক্রিকেটারদেরই বেশি প্রাধান্য দিতেন। ’

ওয়াকার যে বিশ্বের সেরা বোলারদের মধ্যে অন্যতম সেটি কিন্তু অস্বীকার করেননি রাজ্জাক। তার মতে, বোলার হিসেবে ওয়াকার সেরাদের কাতারে থাকলেও কোচ হিসেবে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, কোচ হয়েও দলের প্রতিটি খেলোয়াড়কে তিনি সমান চোখে দেখেন না। ত‍ার লক্ষ্যই থাকে সিনিয়র ক্রিকেটারদের বিরুদ্ধে যাওয়া। ’

বাংলাদেশ সময়: ১২৫১ ঘন্টা, এপ্রিল ০৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।