ঢাকা: টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে স্বল্প খরুচে (ইকোনোমিক) বোলিং করে বিশ্ব রেকর্ডে ভাগ বাসালেন শ্রীলঙ্কান ফাস্ট বোলার চানাকা ওলেগেদেরা। গতকাল দেশটির ঘরোয়া ক্রিকেটে তামিল ইউনিয়নের হয়ে চার ওভার বোলিং করে দুই মেডনে সহ মাত্র দুই রানের বিনিময় চারটি উইকেট তুলে নেন এ বাঁহাতি।
এর আগে দক্ষিণ আফ্রিকার বোলার ক্রিস মরিসের এই রেকর্ডটি ছিল। তবে তিনি পেয়েছিলেন দুটি উইকেট। তার প্রোটিয়াদের ঘরোয়া লিগে হাইভেল্ট লায়ন্সের হয়ে বোলিং ফিগারটি ছিল চার ওভারে তিন মেডেন সহ দুই রানে দুই উইকেট।
এ তালিকায় শীর্ষ পাঁচ বোলারের মধ্যে রয়েছেন পাকিস্তানের জুলফিকার বাবর, শোয়েব মালিক ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন। এরা সবাই তিন রান করে দিয়েছিলেন।
ওলেগেদেরা শ্রীলঙ্কান জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২১টি টেস্ট, ১০টি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলেছেন। সেই সঙ্গে তিন ফরম্যাটের ক্রিকেটে তিনি তুলে নিয়েছেন ৭১টি উইকেট।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
এমএমএস