ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হাথুরুসিংহের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
হাথুরুসিংহের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ চন্ডিকা হাতুরুসিংহে

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাতুরুসিংহের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান। তিনি জানান, বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে মন্তব্য করে হাতুরুসিংহে কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন।

রোববারের বোর্ডসভায় এ ব্যাপারে আলোচনা করা হয়েছে।

এর আগে বাংলাদেশ দল বিশ্বকাপ থেকে বাদ পড়ার কিছুদিন পর দল নির্বাচন নিয়ে অসন্তোষ ব্যক্ত করেছিলেন হাতুরুসিংহে। তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘এটা সেরা স্কোয়াড ছিল না। আমি দল নির্বাচন নিয়ে সন্তুষ্ট নই। এটি টিম কম্বিনেশনে প্রভাব ফেলেছে। ’

বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক ও বিসিবি’র পরিচালক নাঈমুর বলেন, ‘ব্যক্তিগত মতামত হলেও হাতুরুসিংহে সবার সামনে দল নির্বাচন নিয়ে এভাবে বলতে পারেন না। এতে তিনি বিসিবি’র আচরণ বিধি লঙ্ঘন করেছেন। এ ধরণের মন্তব্য করাটা তার মোটেই ঠিক হয়নি। তাছাড়া, কোনো কোচেরই সরাসরিভাবে কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে কথা বলা উচিত নয়। ’

তিনি আরও বলেন, ‘সিলেকশন কমিটি যখন দল নির্বাচন করে তালিকা জমা দেয় তখন তাতে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের সুপারিশ থাকতে হয়। পরে তা বিসিবি প্রেসিডেন্ট কর্তৃক অনুমোদিত হয়। এতে করে দল নির্বাচন নিয়ে হাতুরুসিংহের মন্তব্যটি পরিষ্কারভাবে বোর্ড ও বোর্ড প্রেসিডেন্টের বিরুদ্ধে গিয়েছে। ’

হাতুরুসিংহেকে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করারও পরামর্শ দেন নাঈমুর। তিনি বলেন, ‘তাকে কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি যদি দল নির্বাচনের দায়িত্বে থাকতে চান তাহলে আমাকে বা বোর্ডকে জানাতে হবে। ’

বাংলাদেশ সময়: ২১০৭ ঘন্টা, এপ্রিল ০৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।