ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথম ম্যাচ জিতে লিড নিল টাইগার যুবারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
প্রথম ম্যাচ জিতে লিড নিল টাইগার যুবারা ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে পাঁচ উইকেটে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সঞ্জিত-শাওনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ওভার শেষে ১৬০ রান করতে সমর্থ হয় প্রোটিয়ারা।

জবাবে ছয় ওভার হাতে রেখেই জয় তুলে নেয় টাইগাররা। এর মধ্য দিয়ে সাত ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে লিড নিল টাইগার যুবারা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের সামনে ১৬১ রানের লক্ষ্য বেধে দেয় প্রোটিয়ারা। খেলা শুরু হয় সকাল ৯টায়।

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৫৬ রান তোলেন সাইফ হাসান ও পিনাক ঘোষ। সাইফ ১৮ রানে আউট হলেও অপর প্রান্ত আগলে রাখেন পিনাক। দলীয় ৭৯ রানের মাথায় আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৩৯ রান।

তৃতীয় উইকেটে নামা নাজমুল হোসেন ৩৯ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন। এছাড়াও ষষ্ঠ উইকেটে নেমে ২৭ রান করেন মোসাব্বেক হোসেন।

প্রোটিয়া যুবাদের হয়ে সিন আন্দ্রে একাই নেন চার উইকেট।

এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫৯ রান তুলতেই চার উইকেট হারায় প্রোটিয়ারা। তিন নম্বর পজিশনে ব্যাট করতে নেমে ৩৫ রান করেন টনি ডি জর্জি। মিডল অর্ডার ব্যাটসম্যান আব্দু গালিমের অপরাজিত ৩৮ রানের ওপর ভর করে আট উইকেট হারিয়ে ১৬০ রানের মাঝারি সংগ্রহ দাঁড় করায়  দক্ষিণ আফ্রিকার যুবারা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সঞ্জিত সাহা ও সালেহ আহমেদ শাওন ‍দু’টি করে উইকেট দখল করেন। এছাড়াও একটি করে উইকেট লাভ করেন ‍আব্দুল হালিম, মোসাব্বেক হোসেন, নিহাদুজ্জামান ও মোহাম্মদ শফিউদ্দিন।

উল্লেখ্য, কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৩ ও ১৫  এপ্রিল দু’দলের মধ্যকার তৃতীয় ও চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৮, ২১ ও ২৩ এপ্রিল সিরিজের শেষ তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘন্টা, এপ্রিল ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।