ঢাকা: শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান প্রথম ওয়ানডে। এ ম্যাচ দিয়েই অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে পাকিস্তানী ক্রিকেটার আজহার আলীর।
বিশ্বকাপ শেষে ওয়ানডে ক্রিকেট থেকে মিসবাহ উল হক অবসর নেওয়ায় অধিনায়কের দায়িত্ব চেপেছে আজহারের ঘাড়ে।
শুক্রবারের ম্যাচ নিয়ে খুব উৎসাহী পাকিস্তান দলের এই ওপেনার। বৃহস্পতিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আজহার বলেন, আমাদের দলটি খুবই তরুণ। তবে এই দলে খুব প্রতিভাবান কিছু ক্রিকেটার আছে। আশা করছি, আমাদের দল ভালো করবে। অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জটিও আমার সামনে থাকছে।
বাংলাদেশ দলকে যথেষ্ট সমীহ করছেন আজহার আলী। তিনি বলেছেন, গত কয়েক মাসে বাংলাদেশ দল অনেক উন্নতি করেছে। বেশ কিছু ভালো ক্রিকেটার রয়েছে তাদের দলে। আশা করছি ভালো একটি সিরিজ হবে।
পাকিস্তানের জার্সি গায়ে ১৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ৪১ গড়ে চার ফিফটিসহ ৪৫২ রান করেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ১৬ এপ্রিল ২০১৫
এসকে/এমআর