ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয়-ইংলিশদের প্রথম টেস্ট ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
ক্যারিবীয়-ইংলিশদের প্রথম টেস্ট ড্র সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হেরে বিদায় নেওয়া ইংল্যান্ডের প্রথম বিদেশ সফরের প্রথম ম্যাচটি কাটল হতাশা নিয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের কাছে গিয়েও ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হলো প্রথম টেস্টে নামা ইংলিশদের।



স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ক্যারিবীয়দের দৃঢ় প্রতিজ্ঞ ব্যাটিংয়ে জয় হাতছাড়া করে ইংলিশরা। দ্বিতীয় ইনিংস ঘোষণা করার পর ক্যারিবীয়দের সামনে ৪৩৮ রানের বিশাল টার্গেট দাঁড় করায় অ্যালিস্টার কুক বাহিনী।

তবে, ক্যারিবীয় দলপতি জ্যাসন হোল্ডারের শতক আর দিনেশ রামদিন, কেমার রোচদের দৃঢ়তায় ৭ উইকেট হারিয়ে দিন শেষ করে ইংলিশদের জয় বঞ্চিত করে স্বাগতিকরা।

৩৫০ রান তুলে দিন শেষ করে ক্যারিবীয়রা। হোল্ডার ১৪৯ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন। আর ১৪১ বলে ৫৭ রান করেন রামদিন। এছাড়া ওপেনার ডেভন স্মিথ ৬৫ (১৭৫ বলে), ড্যারেন ব্রাভো ৩২ (৮৭ বলে), মারলন স্যামুয়েলস ২৩ (৫৯ বলে), চন্দরপল ১৩ (৪৮ বলে) আর ব্লাকউড ৬০ বলে ৩১ রান করেন। নয় নম্বরে ব্যাট হাতে নামা কেমার রোচ ৫৫ বলে অপরাজিত ১৫ রান করে ইংলিশদের হতাশা আরও বাড়িয়ে তোলেন।

এর আগে প্রথম ইনিংসে ইয়ান বেলের ১৪৩ রান, জো রুটের ৮৩ রান আর স্টোকসের ৭৯ রানের উপর ভর করে ইংল্যান্ড ৩৯৯ রানে অলআউট হয়। প্রথম ইনিংসে ব্লাকউডের অপরাজিত শতকে ২৯৫ রান তোলে ক্যারিবীয়রা।

দ্বিতীয় ইনিংসে এগিয়ে থেকে গ্যারি ব্যালান্সের শতকে ৩৩৩ রান তুলে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ফলে, ৪৩৮ রানের টার্গেট দাঁড়ায় ক্যারিবীয়দের সামনে। ৩৫০ তুলে দিন শেষ করে স্বাগতিকরা।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ১৮ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।