ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

টাইগারদের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৬, এপ্রিল ১৯, ২০১৫
টাইগারদের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজের টানা দুই ম্যাচ জিতে সিরিজ জয় করে নেওয়ায় ‍বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে মিরপুর জাতীয় স্টেডিয়ামে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ যোগান তিনি।



প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন বার্তায় পাকিস্তানের বিপক্ষে পর পর দুই ম্যাচ জিতে তিনম্যাচের ওডিআই সিরিজে চুড়ান্ত জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

ক্রিকেট ভক্ত প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের পাশাপাশি দলের ম্যানেজার, কোচ, ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশের ক্রিকেটের উন্নয়নে সরকারের সর্বোচ্চ আন্তরিকতা এবং খেলোয়াড়দের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ ক্রিকেট আজ বিশ্বের বুকে মর্যাদাপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী আশা করেন বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

বাংলাদেশ সময় ২২০৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।