ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রাজ্জাকের ঘূর্ণিতে প্রাইম ব্যাংকের জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
রাজ্জাকের ঘূর্ণিতে প্রাইম ব্যাংকের জয় আব্দুর রাজ্জাক ও এনামুল হক বিজয়

ঢাকা: আব্দুর রাজ্জাকের অসাধারণ বোলিং নৈপুণ্যে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) শুভ সূচনা করেছে প্রাইম ব্যাংক সাউথ জোন। প্রথম রাউন্ডের ম্যাচে তারা বিসিবি নর্থ জোনকে ২১৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে।



শুক্রবার (২৪ এপ্রিল) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ ও শেষ দিনে জয়ের জন্য ৩৮৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে নর্থ জোন। আব্দুর রাজ্জাক ও সোহাগ গাজীর স্পিন ঘূর্ণিতে ১৬৭ রানেই গুটিয়ে যায় মাহমুদুল হাসানের দল। সর্বোচ্চ ৬৫ রান করেন নাঈম ইসলাম।
 
আব্দুর রাজ্জাক ৬টি ও সোহাগ গাজী তিনটি উইকেট দখল করেন। নর্থ জোনের ইনিংসের প্রথম উইকেটটি নেন রবিউল ইসলাম। প্রথম ইনিংসে চার উইকেট নিয়েছিলেন রাজ্জাক। দুই ইনিংস মিলে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন এই বাঁহাতি স্পিনার।

দ্বিতীয় ইনিংসে আগের দিনের করা দুই উইকেটে  ২১৩ রান নিয়ে শেষ দিনে ব্যাটিংয়ে নামেন এনামুল হক বিজয় ও তুষার ইমরান। ৯৬ রানে অপরাজিত থাকা বিজয় সেঞ্চুরি (১১১) পূর্ন করে তাইজুল ইসলামের বলে আউট হন। তুষার ইমরান অর্ধশতক পূর্ন করে ৫৩ রানে অপরাজিত থাকেন।  
 
এনামুল হকের বিদায়ের পর উইকেটে আসা জিয়াউর রহমান ১২ বলে তিন ছক্কা ও দুই চারে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলেন। তিন উইকেটে ২৬৬ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে সাউথ জোন। এ দিন পাঁচ ওভার ব্যাটিং করে ৫৩ রান যোগ করে সাউথ জোনের ব্যাটসম্যানরা।
 
এর আগে আল আমিন হোসেন ও আব্দুর রাজ্জাকের দারুণ বোলিংয়ে বিসিবি নর্থজোন অলআউট হয় ২৩৫ রানে। পাঁচ উইকেটে ১৬১ রান নিয়ে বৃহস্পতিবার তৃতীয় দিনের ব্যাটিং শুরু করেছিল দলটি। সর্বোচ্চ ৪৪ রান করেন নাঈম ইসলাম।

প্রাইম ব্যাংকের বোলারদের মধ্যে আল আমিন ও আব্দুর রাজ্জাক ৪টি করে উইকেট লাভ করেন।

সোহাগ গাজীর (১০৮) সেঞ্চুরি ও এনামুল হক বিজয়ের ৯৪ রানের ইনিংসে ভর করে  প্রথম ইনিংসে ৩৫২ রান করেছিল প্রাইম ব্যাংক সাউথ জোন।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘন্টা, এপ্রিল ২৪, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।