ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

মোস্তাফিজ ও সৌম্যর টি-টোয়েন্টি অভিষেক

স্পোর্টস করেসপন্পেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৪, এপ্রিল ২৪, ২০১৫
মোস্তাফিজ ও সৌম্যর টি-টোয়েন্টি অভিষেক ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে বাংলাদেশ জাতীয়  ক্রিকেট  দলে অভিষিক্ত হলেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। শুক্রবার (২৪ এপ্রিল) পাকিস্ত‍ানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ একাদশে ঠাঁই পেয়েছেন ১৯ বছর বয়সী খুলনার এই ক্রিকেটার।

মাশরাফি-তাসকিনদের সঙ্গী হয়ে পেস অ্যাটাকে অংশ নেবেন এই তরুণ বোলার।

গত বছরের এপ্রিলে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় মোস্তাফিজের। সাতটি ম্যাচ খেলে নিয়েছেন ২৩  উইকেট। আর পাঁচটি লিস্ট ‘এ’ ম্যাচে ১২টি উইকেট দখল করেন।

মোস্তাফিজুর রহমান সম্পর্কে প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানিয়েছিলেন, ‘মোস্তাফিজুরকে দলে নেয়াটা অনেকের কাছেই বিস্ময়কর মনে হতে পারে।

অনূর্দ্ধ-১৯ দল ও ‘এ’ দলের হয়ে সে দারুণ বোলিং করে আমাদের নজড় কেড়েছে। মোস্তাফিজ একজন মেধাবী বোলার। তার ডেলিভারীতে যথেষ্ট বৈচিত্র্য আছে, যা শর্ট ভার্সনে কার্যকরী হতে পারে। ’

গত বছরের ডিসেম্বরে ওয়ানডে দলে অভিষেক হওয়া সৌম্য সরকারেরও এ দিন টি-টোয়েন্টি অভিষেক হয়েছে। ওয়ানডে ওপেনার হিসেবে এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছেন সৌম্য সরকার। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ১২৭ রানের অপরাজিত ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

ম্যাচ শুরুর আগে মোস্তাফিজ ও সৌম্যকে টি-টোয়েন্টি ক্যাপ পড়িয়ে দেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘন্টা, এপ্রিল ২৪, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।