ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্বস্তিতে নেই পাকিস্তান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
স্বস্তিতে নেই পাকিস্তান ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

মিরপুর থেকে: টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কিছুটা ধীরে রান তুলতে সক্ষম হচ্ছে পাকিস্তান। দলীয় শতক পূর্ণ করলেও স্বস্তিতে নেই সফরকারীরা।

ইতোমধ্যেই তাদের টপঅর্ডারের তিন ব্যাটসম্যান সাজঘরে ফিরেছেন।

১৬ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১১৪ রান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজে শতভাগ সাফল্যের তৃপ্তি নিয়ে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশের টাইগাররা।

এ ম্যাচে টস জিতে পাকিস্তানের অধিনায়ক শহিদ আফ্রিদি আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন। পাকিস্তানের হয়ে ব্যাটিং শুরু করতে ক্রিজে আসেন আহমেদ শেহজাদ এবং মুক্তার আলি। আর টাইগারদের হয়ে বোলিং সূচনা করতে আসেন মোস্তাফিজুর রহমান।

ইনিংসের নবম ওভারে মাশরাফি তাসকিনকে আক্রমণে আনেন। তৃতীয় ওয়ানডেতে মাত্র দুই ওভার বল করা তাসকিন সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের প্রথম উইকেট শিকারির খাতায় নাম লেখান। তার করা নবম ওভারের শেষ বলে মাশরাফির তালুবন্দি হয়ে ফেরেন আহমেদ শেহজাদ। আউট হওয়ার আগে ৩১ বলে দুটি চারে শেহজাদ করেন মাত্র ১৭ রান।

দলীয় ৫০ রানের মাথায় পাক ওপেনার আহমেদ শেহজাদ সাজঘরে ফিরলে ব্যাটিং ক্রিজে আসেন শহিদ আফ্রিদি। তবে, তাকেও দ্রুত ফেরান অভিসিক্ত মোস্তাফিজ। উইকেটের পিছনে মুশফিকের গ্লাভসবন্দি হওয়ার আগে পাক দলপতি করেন মাত্র ১২ রান।

১৩তম ওভারে আরাফাত সানির বলে সাজঘরের পথ ধরেন টাইগারদের গলার কাঁটা হয়ে থাকা মুক্তার আহমেদ। দলীয় ৭৭ রানের মাথায় মুশফিকের স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে বিদায় নেন ৩০ বলে ৩৭ রান করা মুক্তার।

এর আগে অভিষেক ম্যাচেই প্রথম ওভারে ৪ রান দিয়ে শুরু করেন মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় ওভারে সাকিব আক্রমণে এসে দেন মাত্র দুই রান। আর তৃতীয় ওভারে বাঁহাতি পেসার মোস্তাফিজ দেন মাত্র এক রান। ইনিংসের চতুর্থ ওভারে মাশরাফি এসে দেন আরও ৯ রান। আর পঞ্চম ওভারে আরাফাত সানি ১৩ রান দিলে ৫ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২৯ রান।

প্রথম দশ ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় এক উইকেটে ৫৩ রান।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আরাফাত সানি, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ: সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), আহমেদ শেহজাদ, হারিস সোহেল, মুক্তার আহমেদ, শহিদ আফ্রিদি (অধিনায়ক), সোহেল তানভীর, ওয়াহাব রিয়াজ, সাঈদ আজমল, উমর গুল, মোহাম্মদ হাফিজ ও মোহাম্মদ রিজওয়ান।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ২৪ এপ্রিল ২০১৫
এমআর

** সানির আঘাতে পাকদের তৃতীয় উইকেটের পতন
** মুস্তাফিজে কুপোকাত বুমবুম আফ্রিদি
** তাসকিন ফেরালেন শেহজাদকে
** উইকেটের অপেক্ষায় টাইগাররা
** অভিষিক্ত মোস্তাফিজের দারুণ শুরু
** ফিল্ডিংয়ে নামবে টাইগাররা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।