ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ সেরা সাব্বির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
ম্যাচ সেরা সাব্বির ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দলীয় ৩৮ রানে তিন উইকেট হারানোর পরই দৃশ্যপটে হাজির হন সাব্বির রহমান। অপর প্রান্তে থাকেন সাকিব আল হাসান।

এ দু’জনের অবিচ্ছিন্ন ১০৫ রানের জুটিতে ভর করে ২২ হাতে রেখেই সাত উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। এরই সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর একমাত্র টি-টোয়েন্টিতেও একপেশে জয় পেল টাইগাররা।

সাকিবের পাশাপাশি সাব্বিরও ফিফটি তুলে নেন। খেলেন ৩২ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস। পরে ম্যাচ সেরার পুরস্কার উঠে এই ডানহাতি ব্যাটসম্যানের হাতে।

ম্যাচ শেষে পুরস্কার বিতরনী পর্বে সাব্বির বলেন, ‘টি-টোয়েন্টিতে এটি আমার প্রথম ফিফটি। যা ‍আমার পরিবারকে উৎসর্গ করছি। নিজের ব্যাটিংয়ে আমি খুবই খুশি। এই পারফরম্যান্সটা দলের কোচিং স্টাফদের অবদান। আশা করছি টেস্ট সিরিজটাও আমরা জিতব। ’

বাংলাদেশ সময়: ১০১০ ঘন্টা, এপ্রিল ২৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।