ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিসবাহ-হাফিজদের জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, মে ১০, ২০১৫
মিসবাহ-হাফিজদের জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশকে দ্বিতীয় টেস্টে বড় ব্যবধানে হারিয়ে টেস্ট সিরিজ জিতলেও পাকিস্তান দলকে জরিমানা গুনতে হচ্ছে। স্লো ওভার রেটের কারণে তাদের প্রত্যেক খেলোয়াড়কে ম্যাচ ফি’র ২০ শতাংশ হারে জরিমানা করেছে আইসিসি।

পাক অধিনায়ক মিসবাহ উল হককে এর দ্বিগুন মাশুল দিতে হবে।

শনিবার (০৯ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩২৮ রানের বিশাল জয় পায় পুরো সিরিজে কোণঠাসা হয়ে থাকা পাকিস্তান। এই ম্যাচে মুশফিক-সাকিবরা এক প্রকার আত্মসমর্পণই করে। চার দিনেই খেলার নিষ্পত্তি ঘটে।

মিরপুর টেস্টের দায়িত্বে থাকা আইসিসির ম্যাচ রেফারি জেফ ক্রো জরিমানা আরোপ করেন। টার্গেটের তুলনায় দুই ওভার কম হওয়াতেই টেস্ট র‌্যাংকিংয়ের তিনে থাকা পাকিস্তানকে জরিমানার আওতায় আনা হয়।

অন্যদিকে, পাকিস্তানের পেস বোলার ইমরান খান আইসিসির কোড অব কন্ডাক্ট’র লেভেল-১ এর আর্টিকেল ২.২.৮ লঙ্ঘন করেন। চতুর্থ দিনে তামিম ইকবালকে আউট করে আগ্রাসী মনোভাব দেখানোই ২৭ বছর বয়সী এই ডানহাতি বোলারকে সতর্ক করে দেওয়া হয়। অবশ্য, এর জন্য তাকে আলাদাভাবে কোনো জরিমানা গুনতে হবে না।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘন্টা, মে ১০, ২০১৫
অারএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।