ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

এবার সিপিএলের দল কিনলেন শাহরুখ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪০, জুন ১০, ২০১৫
এবার সিপিএলের দল কিনলেন শাহরুখ শাহরুখ খান

ঢাকা: আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের পর এবার ক্যারিবীয়‍ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল কিনেছেন শাহরুখ খান। যৌথ মালিকানায় ত্রিনিদাদ এন্ড টোবাগো দলটি কিনে নিয়েছেন বলিউড বাদশা।

সহ-মালিকানায় রয়েছেন জুহি চাওলা ও তার স্বামী জয় মেহতা।

মেহতা গ্রুপের স্বত্ত্বাধিকারী জুহি ও মেহতা একইসঙ্গে কেকেআর’র মালিকানায়ও রয়েছেন।

আগামী ২০ জুন থেকে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের তৃতীয় আসর শুরু হবে। শেষ হবে ২৬ জুলাই। ২০১৩ সালে টি-টোয়েন্টি টুর্নামেন্টটির প্রথম আসর অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন হয় জ্যামাইকা তালাওয়াশ। আর গত আসরের শিরোপা ঘরে তোলে বার্বাডোজ ট্রাইডেন্টস। দু’বারই রানারসআপ হয় গায়ানা অ্যামাজন ওয়ারিয়রস।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ বলেন, ‘বিশ্বব্যাপীই আমাদের দৃষ্টি রয়েছে। ত্রিনিদাদ এন্ড টোবাগোর ক্রিকেটীয় ঐতিহ্য রয়েছে। এর অংশ হতে পেরে আমরা রোমাঞ্চিত। ’

শাহরুখ খানই একমাত্র ব্যক্তি যিনি আইপিএল টিমের পাশাপাশি বিদেশী ক্রিকেট টিম কিনেছেন। অন্য কেউ ৪৯ বছর বয়সী এই তারকা অভিনেতার পথ অনুসরণ করবেন কিনা সেটিই এখন দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, জুন ১০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।