ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

ম্যাচ শুরু হবে সাড়ে তিনটায়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৫, জুন ১০, ২০১৫
ম্যাচ শুরু হবে সাড়ে তিনটায় ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা থেকে: বাংলাদেশ-ভারতের মধ্যকার টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা জেগেছে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের আউটফিল্ড শুকানোর কাজ প্রায় শেষ পর্যায়ে।

উইকেট থেকে কাভারও তুলে ফেলছেন মাঠের গ্রাউন্ডসম্যানরা।

দুপুর সোয়া দুইটায় মাঠ পরিদর্শনে আসেন ম্যাচের ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা, নাইজেল লং ও রিজার্ভ আম্পায়ার এনামুল হক মনি। এ সময় তাদের সঙ্গে ছিলেন বিসিবির কিউরেটর গামিনী ডি সিলভা।

বিকেল তিনটায় আরো একবার মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। আর তখনই জানা যায়, শেষ পর্যন্ত ম্যাচ আজ মাঠে গড়াচ্ছে। ৩৮ ওভারের মতো খেলা হতে পারে বলে জানা যায়।

দীর্ঘ পাঁচ বছর প্রতীক্ষার পর ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ।   বৃষ্টির হানায় ভেস্তে যেতে বসে প্রথম দিনের খেলা।  

লাঞ্চ বিরতির আধঘন্টা আগে বেলা সাড়ে এগারোটার দিকে বৃষ্টির হানায় ম্যাচ বন্ধ করতে বাধ্য হন দুই আম্পায়ার কুমার ধর্মসেনা ও নাইজেল লং। সফরকারী ভারতের সংগ্রহ তখন ২৩.৩ ওভারে বিনা উইকেটে ১০৭ রান।

এর আগে বৃষ্টির আশংকা নিয়েই ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হয় বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ।   সকাল থেকেই মেঘে ভারী হয়ে ওঠে ফতুল্লার আকাশ। ভারী মেঘের কারণে মাঠে আলোর স্বল্পতা দেখা দেওয়ায় ফ্লাড-লাইটের আলোতে শুরু করতে হয় সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ১০ জুন ২০১৫
এসকে/এমআর

** মাঠ পরিদর্শন করছেন আম্পায়াররা
** বৃষ্টিতে খেলা আপাতত বন্ধ
** বিনা উইকেটে শতরান পার ভারতের
** সতর্ক সফরকারীরা, উইকেটের অপেক্ষায় টাইগাররা
** হাত খুলে খেলছেন ধাওয়ান
** বদলে যাওয়া টাইগাররা ফিল্ডিংয়ে
** টস জিতে ব্যাটিং নিয়েছে ভারত
** ভারতের মুখোমুখি পরিণত বাংলাদেশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।