ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন এলিয়ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৬, জুলাই ১, ২০১৫
নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন এলিয়ট গ্রান্ট এলিয়ট / ছবি: সংগৃহীত

ঢাকা: গ্রান্ট এলিয়টের ব্যাটিং নৈপুণ্যে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠে নিউজিল্যান্ড। দুর্দান্ত পারফরম্যান্সের প্রতিদানটাও পেয়ে গেলেন এই অলরাউন্ডার।

২০১৫-১৬ বছরের জন্য ২০ জনের কেন্দ্রীয় চুক্তির তালিকায় ৩৬ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটারকে রেখেছে  নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

এলিয়ট ছাড়াও কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন পেস বোলার ডগ ব্রেসওয়েল। দু’জনই ২০১৩-১৪ বছরে এই চুক্তির আওতায় ছিলেন। মাঝে এক বছরের বিরতির পর আবারও তারা হারানো অবস্থানটা ফিরে পেয়েছেন।

২০১৫ ক্রিকেট বিশ্বকাপে স্বাগতিক নিউজিল্যান্ডের ট্রাম্পকার্ড ছিলেন এলিয়ট। ২০১৩ সালের নভেম্বরের পর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও তাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখে নির্বাচকরা। আস্থার প্রতিদানটাও তিনি দারুণভাবে দেন। টুর্নামেন্টে ৯ ম্যাচের আট ইনিংসে ব্যাট করে ৪৪.২৮ গড়ে ৩১০ রান করেন।

অকল্যান্ডে সেমিফাইনাল ম্যাচে ফেভারিট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ৮৪ রানের মহাকাব্যিক ইনিংস খেলে দলকে স্বপ্নের ফাইনালে তোলেন। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের আরেক স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষেও ৮৩ রানের অসাধারণ ইনিংস উপহার দেন। যদিও অজিদের কাছে সাত উইকেটে হেরে কিউইদের স্বপ্নভঙ্গ হয়।

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকা:
কোরি অ্যান্ডারসন, ডগ ব্রেসওয়েল, ট্রেন্ট বোল্ট, মার্ক ক্রেইগ, মার্টিন গাপটিল, গ্রান্ট এলিয়ট, ম্যাট হেনরি, টম লাথাম, মিচেল ম্যাকক্লেনাগান, ব্রেন্ডন ম্যাককালাম, নাথান ম্যাককালাম, অ্যাডাম মিলনি, জিমি নিশাম, লুক রঞ্চি, মিচেল সান্টনার, টিম সাউদি, রস টেইলর, নেইল ওয়াগনার, বিজে ওয়াটলিং ও কেন উইলিয়ামসন।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, জুলাই ০১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।