ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

ঐচ্ছিক অনুশীলনে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৩, জুলাই ৬, ২০১৫
ঐচ্ছিক অনুশীলনে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সিরিজের প্রথম টি-টোয়েন্টির পর সোমবার (০৬ জুলাই) আনুষ্ঠানিক কোনো অনুশীলন ছিল না বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের। তবে ঐচ্ছিক অনুশীলনে যোগ দেন দুই দলেরই গুটিকয়েক ক্রিকেটার।



বাংলাদেশ দলের মুশফিকুর রহিম, সাব্বির রহমান ও জুবায়ের হোসেন মিরপুরের ইনডোরে অনুশীলন করেন। দুপুর সাড়ে ১২টা থেকে ২টা অবধি নেটে অনুশীলনে ব্যস্ত থাকেন বাংলাদশের দলের এই তিন ক্রিকেটার।

দুপুর দেড়টা থেকে মিরপুরে অনুশীলন করেন দক্ষিণ আফ্রিকা দলের দুই বোলার এডি লি ও  অ্যারন ফাঙ্গিসো। সিরিজের প্রথম ম্যাচের একাদশে ছিলেন লেগ স্পিনার লি। তবে  ফাঙ্গিসো ছিলেন প্রথম টি-টোয়েন্টিতে। একটি উইকেটও নেন এই বাঁহাতি স্পিনার।

মঙ্গলবার (০৭ জুলাই) দুপুর একটায় মিরপুরে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ তে লিড নিয়েছে প্রোটিয়ারা।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ০৬ জুলাই ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।