ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যর্থতা ভুলে সিরিজ শুরু করতে চান রাহানে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
ব্যর্থতা ভুলে সিরিজ শুরু করতে চান রাহানে ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরে দেশে ফেরা টিম ইন্ডিয়া তাদের আসন্ন জিম্বাবুয়ে সিরিজকে মোটেই হালকা করে দেখছে না বলে জানালেন দলটির নেতৃত্ব পাওয়া আজিঙ্কা রাহানে। টাইগারদের বিপক্ষে সিরিজ হারাকে অতীত জানিয়ে জিম্বাবুয়েতে সিরিজ জিততেই এসেছেন বলে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি জানান।



জিম্বাবুয়ে সফরে নেই টিম ইন্ডিয়ার বেশ কিছু তারকা। দলের নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, সুরেশ রায়না, শিখর ধাওয়ান, রোহিত শর্মা আর রবিচন্দ্রন অশ্বিনকে ছাড়াই সফরে গিয়েছে ভারত।

বাংলাদেশের বিপক্ষে নাস্তানাবুদ হওয়া ভারতীয় দলটির বর্তমান অধিনায়ক রাহানে সংবাদ সম্মেলনে বলেন, আমরা এ সফরে জিততেই এসেছি। বাংলাদেশ সফর এখন আমাদের কাছে অতীত। আমরা বর্তমান সিরিজটিকে নিয়েই ভাবছি। দলের সকলের পরিকল্পনা জিম্বাবুয়ে সিরিজে দলকে ভালো অবস্থানে ফিরিয়ে আনা।

বাংলাদেশ সফরের ব্যর্থতা ভুলে যেতে চাইলেও জিম্বাবুয়েকে মোটেই খাটো করে দেখছেন না তারকা বিহীন টিম ইন্ডিয়ার দলপতি। তিনি বলেন, আমরা জিম্বাবুয়েকে হালকা করে নিচ্ছি না। তারা যথেষ্ট শক্তিশালী দল। নিজেদের সেরাটা দিয়েই এ সিরিজে লড়তে চাই। কারণ সিরিজ জিততেই আমরা এখানে এসেছি। সাম্প্রতিক সময়ে আমরা ভালো করতে না পারলেও জিম্বাবুয়ে ভালো করেছে। তাদের দলটিও অসাধারণ। পাকিস্তানে তারা ব্যালান্সড একটি দল নিয়ে ভালো খেলেছে। তাদের দলে অভিজ্ঞ ব্যাটসম্যান, বোলার আর অলরাউন্ডাররা দিনদিন ভালো খেলছে। আশা করছি দু’দলের মাঝে জমজমাট একটি সিরিজ হবে।

১০ জুলাই থেকে শুরু হচ্ছে ভারত-জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। দু’দলের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি হবে ১২ জুলাই আর তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে ১৪ জুলাই।

তিন ম্যাচ ওয়ানডের পর টিম ইন্ডিয়া দু’টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবে। ১৭ ও ১৯ জুলাই টি-টোয়েন্টি ম্যাচে লড়বে ভারত।

ভারতের ওয়ানডে দল: আজিঙ্কা রাহানে (অধিনায়ক), মুরালি বিজয়, আম্বাতি রাইডু, মনোজ তিওয়ারি, কেদার যাদব, রবিন উথাপ্পা, মানিশ পান্ডে, হরভজন সিং, আকসার প্যাটেল, ধাওয়াল কুলকার্নি, স্টুয়ার্ট বিন্নি, ভুবনেশ্বর কুমার, মোহিত শর্মা ও সন্দিপ শর্মা।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, ০৯ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।