ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের সমীহ করতেই হবে: প্রোটিয়া অধিনায়ক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
টাইগারদের সমীহ করতেই হবে: প্রোটিয়া অধিনায়ক ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরুর আগে স্বাগতিক বাংলাদেশকে সমীহ করেই মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা-এমনটা জানিয়েছেন প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলা। শুক্রবার (১০ জুলাই) মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম ওয়ানডে।



বৃহস্পতিবার (০৯ জুলাই) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আমলা বলেন, ‘গেল কয়েকটি মাস ধরে বাংলাদেশ ভালো করছে। আমি ব্যক্তিগতভাবে শেষ দু’টি সিরিজ দেখেছি। আমি জানি, বাংলাদেশ টি-টোয়েন্টির চেয়ে ওয়ানডেতে খুব ভালো খেলে। তাই আমরা বাংলাদেশের প্রতি প্রাপ্য সম্মান রেখেই ওয়ানডে সিরিজ শুরু করব। তাদের সমীহ করতেই হবে। ’

প্রোটিয়া অধিনায়ক মনে করেন, বাংলাদেশ সফরে আসার ফলে উপমহাদেশে খেলার অভিজ্ঞতা অর্জন করবে তাদের ক্রিকেটাররা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এখানে একাধিকবার এসেছি। আমি ভাগ্যবান যে, বাংলাদেশের সঙ্গে আমার ব্যাটিং গড় ভালো। আশা করি, সেই অভিজ্ঞতা এই সিরিজে কাজে লাগাতে পারব। দলের ছেলেরা টি-টোয়েন্টি সিরিজে ভালো খেলেছে। তাদের আত্মবিশ্বাসও বেড়েছে। সব মিলিয়ে ভালো একটা সিরিজের আশায় আছি। ’

নিজ দলের বোলিং আক্রমণ নিয়ে আশাবাদী আমলা, ‘নতুন অনেক বোলারই দলে এসেছে। রাবাদা, মরিসদের মতো বোলাররা দলে রয়েছে। তাদেরকে নিয়ে আমি আশাবাদী। তারা সুযোগ কাজে লাগাতে চেষ্টা করবে। আশা করি, এ সিরিজে তাদের কাছে কয়েকটি ভালো পারফরম্যান্স দেখতে পারব। ’

এ সময় প্রোটিয়া অধিনায়ক যোগ করেন, ‘আমাদের স্পিনাররাও কিন্তু দিন দিন উন্নতি করছে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে স্পিনাররা ভালো বল করে। ইমরান তাহির ও অ্যারন ফ্যাঙ্গিসো’র কথা বিশেষভাবে বলতেই হয়। জেপি ডুমিনি থাকাং বোলিংয়ে শক্তি বেড়েছে। দলটি নিয়ে আমি আশাবাদী। ’

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ০৯ জুলাই ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।