ঢাকা: অধিকাংশ ক্রিকেটারই জাতীয় দলের। সামনে অস্ট্রেলিয়া সিরিজ আর আগামী বছরের মার্চে ভারতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।
ভারত যাওয়ার আগে রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে মিরপুরের আউটার গ্রাউন্ডে অনুশীলনে হাজির হন স্কোয়াডের ক্রিকেটাররা। আগামীকাল (সোমবার, ১৪ সেপ্টেম্বর) সকালে ভারতের উদ্দেশ্যে রওয়ানা হবেন তারা।
সফরে যাওয়ার আগের দিনটিতে কঠোর অনুশীলনই হলো ‘এ’ দলের হেড কোচ হিথ স্ট্রিকের অধীনে। অধিকাংশ ক্রিকেটার জাতীয় দলের হওয়ায় অনুশীলনে চোখ রেখেছিলেন টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে, ছিলেন স্পিন বোলিং কোচ রুয়ান কালপাগে।
দলের চার পেসার তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শফিউল ইসলাম, আল আমিন হোসেনদের বলে নেটে ব্যাটিং করেছেন লিটন দাস, সৌম্য সরকার, মুমিনুল হক, সাব্বির রহমান ও এনামুল হক বিজয়। ব্যাটিং সেশন শেষ করে লেগস্পিনার জুবায়ের হোসেনের সঙ্গে জুটি বেধে বল ছুঁড়েছেন মিডিয়াম পেসার সৌম্য সরকার।
ভারত সফরে গিয়ে তিনটি ওয়ানডে ও দুটি তিনদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। তিনটি ওয়ানডে ও একটি তিনদিনের ম্যাচে মুমিনুলদের প্রতিপক্ষ ভারত ‘এ’ দল।
বাকি তিনদিনের ম্যাচটিতে সফরকারীদের প্রতিপক্ষ ২০১৪-১৫ মৌসুমের রঞ্জি ট্রফির চ্যাম্পিয়ন কর্ণাটক। প্রায় দুই সপ্তাহের সফরে আগামীকাল (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল। দলের নেতৃত্ব দেবেন মুমিনুল হক সৌরভ।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর