ঢাকা: গুঞ্জনটাই সত্যি হলো। দুই তারকা পেসার মিচেল জনসন ও জস হ্যাজেলউডকে ছাড়াই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া।
২৮ সেপ্টেম্বর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে অজি ক্রিকেট দল। ০৯-১৩ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট ও ১৭-২১ অক্টোবর মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলে দেশে ফিরবে সফরকারীরা।
ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্টে হ্যাজেলউডকে বিশ্রামে রাখা হয়। অন্যদিকে, পাঁচ ম্যাচের পুরো সিরিজে ১৪০ ওভার বোলিং করেন জনসন। তাই বাংলাদেশ সিরিজে এ দুই পেসারকে বিশ্রামে রাখার যে ইঙ্গিত ছিল সেটিই বাস্তবায়িত হলো।
এদিকে, অজি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার অ্যান্ড্রিউ ফেকেতি ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফ্ট। অন্যদিকে, ডেভিড ওয়ার্নার ইনজুরিতে ছিটকে পড়ায় সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান অ্যাডাম ভোজেস।
আন্তজার্তিক ক্রিকেট থেকে মাইকেল ক্লার্ক অবসর নেওয়ায় স্মিথের নেতৃত্বে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। অনেকটা তারুণ্যনির্ভর দল নিয়েই বাংলাদেশ সফরে আসবে অজিরা। ক্লার্ক ছাড়াও রায়ান হ্যারিস, ক্রিস রজার্সের মতো ক্রিকেটাররা অবসরে যাওয়ায় এ দলটিকে অনেকটা অনভিজ্ঞ বলা চলে। সম্প্রতি শেন ওয়াটসনও টেস্ট ক্রিকেটকে বিদায় জানান।
অস্ট্রেলিয়া টেস্ট স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), অ্যাডাম ভোজেস (সহ-অধিনায়ক), ক্যামেরন ব্যানক্রফ্ট, জো বার্নস, প্যাট্রিক কামিন্স, অ্যান্ড্রিউ ফেকেতি, উসমান খাজা, নাথান লিওন, মিচেল মার্শ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, পিটার নেভিল, স্টিফেন ও’কিফি, পিটার সিডল ও মিচেল স্টার্ক।
বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
আরএম