ঢাকা: শ্রীলঙ্কার ব্যাটিং গ্রেট কুমার সাঙ্গাকারা আবারো শতক হাঁকিয়েছেন। কাউন্টি ক্রিকেটে পঞ্চমবার তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করা সাঙ্গাকারা সারের হয়ে এ বছরই তিনটি শতকের দেখা পেলেন।
ওভালে অনুষ্ঠিত কাউন্টি ক্রিকেটে নর্থাম্পটনশায়ারের বিপক্ষে সাঙ্গা ১০১ রানের দারুণ এক ইনিংস খেলেছেন। লঙ্কান এ গ্রেটের ব্যাটে ভর করে সারে ৪১০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়।
১০১ রানের ইনিংস খেলতে সাঙ্গা ব্যাটিং ক্রিজে ছিলেন ১৮৫ মিনিট। ১৪০ বল মোকাবেলা করা বামহাতি এ ব্যাটসম্যান ১৩টি চার আর একটি ছক্কা হাঁকান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও রানের ক্ষুধা যে এখনও মেটেনি তা আবারো প্রমাণ করলেও সাঙ্গাকার। চলতি বছর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে অবসর নেওয়া লঙ্কান ব্যাটিং গ্রেট কাউন্টিতেও রয়েছেন দুর্দান্ত ফর্মে।
এর আগে চলতি বছর ডার্বিশায়ারের বিপক্ষে ১০৯ রান, নটিংহ্যামশায়ারের বিপক্ষে ১৬৬ রান ও পরের ম্যাচেই ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে ১১৮ রানের ইনিংস খেলেন সাঙ্গাকারা।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর ২০১৫
এমআর