ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ডালমিয়ার উত্তরসূরি সৌরভ গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
ডালমিয়ার উত্তরসূরি সৌরভ গাঙ্গুলি ছবি : সংগৃহীত

ঢাকা: অবশেষে গুঞ্জনই সত্যি হল, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সদ্যপ্রয়াত সভাপতি জগমোহন ডালমিয়ার উত্তরসূরি হলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উক্ত পদের জন্য গাঙ্গুলির নাম ঘোষণা করেছেন।



এছাড়া ডালমিয়ার ছেলে অভিষেককেও দেওয়া হয়েছে একটি পদ। সংস্থাটির দু’জন যুগ্ম-সম্পাদকের একটি দেয়া হয়েছে ডালমিয়ার পুত্রকে। যুগ্ম-সম্পাদকের আগের পদটি ধরে রেখেছেন সুবির গাঙ্গুলি। আর কোষাধ্যক্ষ হিসেবে থাকবেন বিশ্বরুপ দে।

মমতা ব্যানার্জি সৌরভ গাঙ্গুলিকে সিএবির দায়িত্ব দেওয়ার পর বলেন, ডালমিয়ার হঠাৎ মৃত্যু আমাদের কঠিন সমস্যার মধ্যে ফেলে দেয়। আমরা তার মৃত্যুর পর থেকেই একজন যোগ্য ব্যক্তির হাতে এ পদটি তুলে দিতে চেষ্টা করেছি। ডালমিয়া যেমন ক্রিকেট অন্তপ্রাণ ছিলেন, ঠিক তেমন একজন ক্রিকেট অঙ্গনের মানুষ আমাদের প্রয়োজন হয়। আর সেক্ষেত্রে গাঙ্গুলি যোগ্য ব্যক্তি। আশা করছি ডালমিয়ার মতো সৌরভও সঠিক পথে দায়িত্ব পালন করবে।

দায়িত্ব পাওয়ার পর ৪৩ বছর বয়সী গাঙ্গুলি বলেন, জীবনের প্রত্যেকটি কাজই চ্যালেঞ্জিং। অভিষেক ক্রিকেট পরিষদের সঙ্গে জড়িত হয়েছে বলে আমি খুশি হয়েছি। কোষাধ্যক্ষ বিশ্বরুপ দে, যুগ্ম-সম্পাদক সুবির গাঙ্গুলিদের নিয়ে আমরা একসঙ্গে কাজ করব। আশা করছি এতে কোনো ধরনের সমস্যা হবে না। আমরা ১১৭ জন (মূলত ১২১ জন) সিএবির সদস্য সংস্থাটিকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করব।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।