ঢাকা: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্টের আগে নিরাপত্তা আরও জোরদার করতে ঢাকা সফরে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নিরাপত্তা প্রধান শন ক্যারল। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছে দুপুরে অস্ট্রেলিয়ান হাই কমিশনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে এক জরুরী বৈঠকে বসেন তিনি।
এরপর, বিকেলে ডিজিএফআই ও এনএসআই’র উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এই অস্ট্রেলিয়ান নিরাপত্তা পর্যবেক্ষক। বিসিবি সূত্র জানায়, সফররত দলটির নিরাপত্তার প্রশ্নে সোমবার বেলা ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে র্যাব ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন শন ক্যারল। বৈঠকের পর অস্ট্রেলিয়ান সরকারের কাছে বৈঠকের প্রতিবেদন পাঠানো হবে এবং তার প্রেক্ষিতেই জানা যাবে যে সিরিজ খেলতে অজিরা কবে আসছে।
সফরের দিন পেছালেও নির্ধারিত সময়ে সিরিজের ব্যাপারে আশাবাদী টাইগার সভাপতি নাজমুল হাসান পাপন। ক্যারলের সঙ্গে স্বল্প সময়ের বৈঠকের পর পাপন জানান, আপাতত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ পেছানোর সম্ভাবনা একেবারেই নেই। টিম অস্ট্রেলিয়ার নিরাপত্তার বিষয়টি দেখতেই শন ক্যারল এসেছেন।
বৈঠকে বিসিবি’র পক্ষে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাহবুব আনাম ও সিইও-নিজাম উদ্দিন চৌধুরি সুজন।
আসন্ন এই সিরিজ নিয়ে এ্রর আগে প্রথম দফায় বাংলাদেশ সফর করে অজি নিরাপত্তা পর্যবেক্ষক দল এবং তাদের প্রতিবেদনের প্রেক্ষিতেই সিরিজের সূচি নির্ধারিত হয়। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ৩-৫ অক্টোবর ফতুল্লায় একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচসহ ৯-১৩ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ১৭-২১ অক্টোবর ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্ট খেলার সূচি ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছিল।
এর আগে, গেল শনিবার (২৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড জানায়, পর্যবেক্ষকদের উপরে জঙ্গী হামলার শঙ্কা থাকায় দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সফর করবে না অস্ট্রেলিয়া। ফলে শুধু সফরের সময় পেছানো হলেও তা বাতিল করা হয়নি।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর ২০১৫
এইচএল/এমআর