ঢাকা: পাকিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বিকেল পাঁচটায় পাকিস্তানের জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সোমবার (২৮ সেপ্টেম্বর) করাচির উদ্দেশ্যে যাত্রা করে সালমা-জাহানারা-পান্না ঘোষরা।
নারী দলের সঙ্গে রয়েছেন বিসিবির চীফ সিকিউরিটি অফিসার মেজর হোসেন ইমাম। এছাড়া সফরে ম্যানেজার হিসেবে রয়েছেন শফিকুল হক হীরা।
নিরাপত্তাজনিত ঝুঁকিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ক্রিকেট আর দেশের স্বার্থে পাকিস্তান সফর করছে নারী দল।
প্রায় এক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে না পারায় ক্রিকেটারদেরও আগ্রহ ছিল পাকিস্তান সফরের ব্যাপারে। দেশটিতে নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠিয়ে তার প্রতিবেদনের উপর ভিত্তি করেই পাকিস্তানে দল পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। আর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে সিরিজটি খেলে আত্মবিশ্বাস সঞ্চয় করতে চান নারী ক্রিকেটাররা।
টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে নারী ক্রিকেটারদের পাকিস্তান মিশন। আগামীকাল (মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর) পাকিস্তান নারী দলের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ সালমাদের। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২ অক্টোবর। এরপর ৪ অক্টোবর মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। দ্বিতীয় ও শেষ ওয়ানডে ৬ অক্টোবর। সবগুলো ম্যাচই হবে করাচির সাউথ এন্ড ক্লাব মাঠে।
বাংলাদেশ নারী ক্রিকেট দল: সালমা খাতুন, জাহানারা আলম, ফারজানা হক পিঙ্কি, রুমানা আহমেদ, লতা মণ্ডল, আয়েশা রহমান শুকতারা, পান্না ঘোষ, শারমীন আক্তার সুপ্তা, ফহিমা খাতুন, শামীমা সুলতানা, রিতু মণি, নিগার সুলতানা, খাদিজা তুল কুবরা, শারমীন সুলতানা, নাহিদা আক্তার।
স্ট্যান্ডবাই: সানজিদা ইসলাম, সুমনা আক্তার।
কোচ: চ্যাম্পিকা গামাগে, ম্যানেজার: শফিকুল হক হীরা
** করাচির উদ্দেশ্যে উড়াল দিল নারী ক্রিকেট দল
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর