ঢাকা: দ্বিতীয় দিনের মতো কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিয়েছেন অনিশ্চয়তার মধ্যে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ঘোষিত টাইগার দলের সদস্যরা। তবে, প্রথম দিন সাতজন ক্রিকেটার থাকলেও দ্বিতীয় দিনের ক্যাম্পে ছিলেন আটজন।
২৭ সেপ্টেম্বর পর্যন্ত ঈদের ছুটি ছিল ক্রিকেটারদের। ছুটি কাটিয়ে ২৮ সেপ্টেম্বর কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিন হেড কোচ হাথুরুসিংহে ও জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়নের উপস্থিতিতে অনুশীলন করেন টাইগার সদস্যরা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত টাইগাররা দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেন। প্রথমে হালকা রানিং করে নিজেদের ঝালিয়ে নেন ক্রিকেটাররা। এরপর ব্যাটিং অনুশীলনের জন্য ইনডোরে চলে যান মুশফিক-সাকিব-তামিমরা। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং অনুশীলনেও মত্ত ছিলেন টাইগার বোলাররা।
প্রথম দিনের ক্যাম্পে ছিলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ শহীদ ও তাইজুল ইসলাম। দ্বিতীয় দিনের অনুশীলনে তামিম যোগ দেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৪ সদস্যের দল ঘোষণা করেছে। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারত সফরে রয়েছেন ঘোষিত দলের মুমিনুল হক, সৌম্য সরকার, নাসির হোসেন, লিটন কুমার দাস, রুবেল হোসেন ও জুবায়ের হোসেন লিখন।
বাংলাদেশ টেস্ট দল: তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ শহীদ, তাইজুল ইসলাম, মুমিনুল হক, সৌম্য সরকার, নাসির হোসেন, লিটন কুমার দাস, রুবেল হোসেন ও জুবায়ের হোসেন লিখন।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ২৯ সেপ্টেম্বর ২০১৫
এমআর