ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তারপরও সিএ’তে আশা রাখছে বিসিবি

স্পোর্টস করোসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
তারপরও সিএ’তে আশা রাখছে বিসিবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: সকল শঙ্কা ও অনিশ্চয়তার বেড়াজাল ছিন্ন করে সিরিজ খেলতে খুব শিগগিরই টিম অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর করবে বলে আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
 
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের কাছে এমন আশাবাদ ব্যক্ত করেন বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরি সুজন।

তিনি বলেন, ‘চলতি সিরিজ নিয়ে উদ্ভুত সমস্যা সমাধানে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্ত দুই দেশের ক্রিকেটের জন্যই মঙ্গলজনক হবে। ’

বিসিবি’র সিইও আরও বলেন, ‘২০১৪  টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে ২৪টি দেশের নিরাপত্তা দিয়েছে বাংলাদেশ। এই মুহুর্তে এদেশে এমন কোন ঘটনা ঘটেনি যে অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট বন্ধু নিরাপত্তা ইস্যুতে সফর বাতিল করবে। শুধু তাই নয়, দলটিকে নজিরবিহীন নিরাপত্তার আশ্বাস এরই মধ্যে রাষ্ট্রীয় পর্যায় থেকে দেয়া হয়েছে। ’

উল্লেখ্য, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করে গেল সোমবার (২৮ সেপ্টেম্বর) ৫ সদস্যের নিরাপত্তা বিশেষজ্ঞ দল পাঠায় অস্ট্রেলিয়া। এরই মধ্যে নিরাপত্তা ব্যবস্থার একেবারে চুলচেরা বিশ্লেষণ শেষে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস নিয়ে দেশে ফিরেছেন তারা।

নিরাপত্তা দলের প্রতিবেদন স্বাপেক্ষে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) দু-একদিনের মধ্যেই বাংলাদেশ সফরের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলেই আশা রাখছেন বিসিবি’র এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এইচএল/আরএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।