ঢাকা: টেস্ট, ওয়ানডে থেকে অবসর নেওয়ায় শহীদ আফ্রিদির পুরো মনোযোগটা টি-টোয়েন্টি ক্রিকেটকে ঘিরে। কিন্তু সাম্প্রতিক ফর্ম বলছে অন্য কথা।
জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বসাকুল্যে মাত্র চার রান করেন ‘বুমবুম’ আফ্রিদি। আর বল হাতে তো উইকেটের দেখাই পাননি। আর সর্বশেষ ১০ ম্যাচে তার ব্যাট থেকে আসে মাত্র ১১০ রান। উইকেট নেন ছয়টি। ভারতে অনুষ্ঠেয় ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়কের এমন পারফরম্যান্স পাকিস্তান দলের জন্য মোটেই স্বস্তিদায়ক নয়!
অবশ্য, বাজে সময়কে পেছনে ফেলে আফ্রিদির প্রত্যাবর্তনের নজির কম নয়। এ যেমন দু’বছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে ফিরেই যা দেখিয়েছেন তা ক্রিকেট ভক্তরা নিশ্চয়ই ভুলবেন না। গায়ানায় ১৪ জুলাইয়ের ওয়ানডে ম্যাচটিতে তার অলরাউন্ড নৈপুণ্যে ১২৬ রানের দাপুটে জয় পায় পাকিস্তান। ব্যাট হাতে ৭৬ রানের পাশাপাশি বল হাতে ৭ উইকেট নিয়ে তিনি ক্যারিবীয়দের ৯৮ রানিই গুটিয়ে দেন।
তাইতো আফ্রিদির পারফরম্যান্স নিয়ে মাথা ঘামাচ্ছেন না ওয়াকার ইউনুস। জিও সুপার টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আফ্রিদির ফর্ম নিয়ে আমি পুরোপুরি উদ্বিগ্ন নই। সে দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় এবং পরীক্ষিত ম্যাচ উইনার। আশা করছি, খুব শিগগিরই সে স্বরুপে ফিরবে। এটা শুধুমাত্র একটি ম্যাচের ব্যাপার। ’
পাকিস্তান কোচ উল্লেখ করেন, ‘আমি নিশ্চিত যে, আফ্রিদি নিজেও বিষয়টি উপলব্ধি করছে। দলের জন্য তার ভূমিকা কতটা জরুরি তা সে ভালো করেই জানে। অচিরেই সবাই তাকে পুরোনো চেহারায় দেখতে পাবে। তার সেরাটা নিয়ে আমি মোটেই চিন্তিত নই। ’
বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
আরএম