খুলনা: কোনোভাবেই যেন বৃষ্টি পিছু ছাড়ছে না জাতীয় ক্রিকেট লীগের। ঈদের আগে ১৮-২১ সেপ্টেম্বর প্রথম পর্বের সবগুলো ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়।
আবার শনিবার (০৩ অক্টোবর)থেকে শুরু হওয়া ক্রিকেট লীগের দ্বিতীয় রাউন্ডের খেলায়ও ছিল বৃষ্টির হিমেল পরশ।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বরিশাল-সিলেট ম্যাচে বৃষ্টির কারণে ২১ ওভার বাকি থাকতেই ১ম দিনের খেলা শেষ হয়। তবে সকালে টসে হেরে ব্যাট করতে নেমে বরিশাল বিভাগ ভালো অবস্থানে রয়েছে। প্রথম দিন শেষে তারা ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৯৫ রান। দলের দুই ওপেনার শাহরিয়ার নাফীস ৫২ ও শাহিন হোসেন ৫৮ রান করেন।
ওয়ান ডাউনে নামা ফজল মাহমুদ সর্বোচ্চ ১০৩ রান করেন। সিলেট বিভাগের পক্ষে এনামুল হক (জুনিয়র) ৫৪ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।
জাতীয় ক্রিকেট লীগের প্রথম রাউন্ডে খুলনার মাঠে খুলনা-ঢাকা বিভাগের ম্যাচ ড্র হলেও বোনাস পয়েন্টসহ ৯ পয়েন্ট নিয়ে প্রথম স্তরে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা খুলনা ও ঢাকার পয়েন্ট ৬। দ্বিতীয় স্তরে ৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে বরিশাল ও সিলেটের পয়েন্ট ৩।
শনিবার সকালে খুলনার আবু নাসের স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট বিভাগ। তবে বরিশাল বিভাগের প্রথম সারির ব্যাটসম্যানরা ব্যাটিংয়ে দৃঢ়তা দেখালে চাপের মুখে পড়ে সিলেট। উদ্বোধনী জুটিতে শাহরিয়ার নাফীস ও শাহিন হোসেন করেন ১১৬ রান। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা শাহরিয়ার নাফীস ৬৪ বলে ৫২ রান ও শাহিন হোসেন ১০৯ বলে ৫৮ রান করেন। দলের পক্ষে ফজল মাহমুদ ১২০ বলে ১০৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন। বৃষ্টির কারণে ৬৯ ওভার শেষে ১ম দিনের খেলা বন্ধ হওয়ার সময় বরিশাল বিভাগের রান ছিল ৫ উইকেট হারিয়ে ২৯৫।
ইনিংসে অপরাজিত রয়েছেন মোসাদ্দেক হোসেন ৩১ ও আল আমিন ০ রানে। সিলেট বিভাগের পক্ষে এনামুল হক (জুনি.) ২টি, আবুল হাসান, সাদিকুর রহমান ও রাহতুল ফেরদৌস ১টি করে উইকেট পায়।
সংক্ষিপ্ত স্কোর : বরিশাল বিভাগ (১ম ইনিংস) ২৯৫/৫, শাহরিয়ার নাফীস ৫২, শাহিন হোসেন ৫৮, ফজল মাহমুদ ১০৩ রান। এনামুল হক (জুনি.) ২/৫৪।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
এমআরএম/এএসআর