ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মোসাদ্দেকের ডাবল সেঞ্চুরি, লড়াইয়ে সিলেট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
মোসাদ্দেকের ডাবল সেঞ্চুরি, লড়াইয়ে সিলেট ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় টায়ারের ম্যাচে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বরিশাল বিভাগের থেকে প্রথম ইনিংসে ৪১৫ রান পিছিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে সিলেট বিভাগ। বরিশালের প্রথম ইনিংসে করা ৫২৭ রানের জবাবে বিনা উইকেটে দিন শেষে সিলেট করেছে ১১২ রান।



নিজেদের প্রথম ইনিংসে অর্ধশতকের দেখা পেয়েছেন সিলেটের দুই ওপেনার ইমতিয়াজ হোসেন এবং সানাজ আহমেদ। ইমতিয়াজ ৫১ রানে আর সানাজ ৫৮ রান নিয়ে অপরাজিত থেকে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামবেন।

এর আগে সিলেটের হয়ে অনবদ্য এক ইনিংস খেলেন মোসাদ্দেক হোসেন। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামা এ ব্যাটসম্যান ২০০ রান করে অপরাজিত থাকেন। ২৪৫ বল মোকাবেলা করে ১৫টি চার আর ৭টি ছয়ে মোসাদ্দেক তার ইনিংসটি সাজান।

এছাড়া শতকের দেখা পান ফজলে মাহমুদ। ১২০ বলের ইনিংসে ফজলে মাহমুদ ৯টি চারের পাশাপাশি ৩টি ছক্কা হাঁকান। বরিশালের দুই ওপেনার শাহরিয়ার নাফিস ৫২, শাহীন হোসেন ৫৮ রান করেন। ১২৬.১ ওভার ব্যাট করে ৯ উইকেটে ৫২৭ রান তুলে ইনিংস ঘোষণা করে বরিশাল।

সিলেটের হয়ে প্রথম ইনিংসে তিনটি করে উইকেট তুলে নেন আবুল হাসান এবং এনামুল হক জুনিয়র।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ০৪ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।