ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান প্রতিবার ভারতকে হারিয়ে দিক: মালালা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
পাকিস্তান প্রতিবার ভারতকে হারিয়ে দিক: মালালা ছবি : সংগৃহীত

ঢাকা: শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত পাকিস্তানের মানবাধিকার কর্মী মালালা ইউসুফ জাই ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি চাইলেও ক্রিকেটের মাঠে দুই দেশের চরম প্রতিদ্বন্দ্বিতা দেখতে চান। আর সেখানে বারবারই ভারতকে হারিয়ে পাকিস্তানকে জিততে দেখতে চান মালালা।



ভারতীয় একটি নিউজ চ্যানেলে সাক্ষাৎকারে মালালা বলেন, আমি সবসময় ভারত-পাকিস্তানের সব ইস্যুতে শান্তি দেখতে চাই। আশা করি দুই দেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ থাকবে। কিন্তু ক্রিকেট মাঠে আমি পাকিস্তানকে সমর্থন করব। আমি চাই ভারতকে বারবার যেন পাকিস্তান হারিয়ে দেয়।

তবে, আপাতত শঙ্কার মধ্যে রয়েছে পাকিস্তান-ভারত সিরিজ। খুব শিগগিরি হচ্ছে না দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের হাইভোল্টেজ সিরিজটি। দুই দেশের মধ্যে ২০২২ সাল পর্যন্ত ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা রয়েছে। প্রতিবেশি দেশ দুটির জন্য দুই-তিনটি ইস্যু এমন যার সমাধান না হওয়া পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়াও সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব অনুরাগ ঠাকুর।

তিনি জানান, ‘ক্রিকেট এবং সন্ত্রাস’ একসঙ্গে চলতে পারেনা। পাকিস্তানে শান্তি ফিরে না এলে কখনোই ভারতের বিপক্ষে তাদের সিরিজ খেলা হবে না।

ভারত অ্যাওয়ে সিরিজে পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজি হয়েছিল। তবে, সে সিরিজটি ভারত কিংবা পাকিস্তানে না হয়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দুই দেশের সীমান্তে একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনার পর ভারত চাইছে, সিরিজ নিয়ে কোনো রকম ঝুঁকি না নিতে।

উল্লেখ্য, ভারত আর পাকিস্তান সর্বশেষ ২০০৭ সালে টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল। এছাড়া ওয়ানডেতে এশিয়া কাপের আসরে এবং ২০১৫’র বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী দল দু’টি।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ০৫ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।