ঢাকা: প্রথম ইনিংসে ৭৫ রানের লিড পেলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে ব্যর্থ হওয়ায় হারের শঙ্কায় পড়েছে তামিম-মুমিনুলদের চট্টগ্রাম বিভাগ। দুই ইনিংসেই ব্যর্থ তামিম ইকবাল।
জমে উঠা জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে চট্টগ্রাম আর রাজশাহী ম্যাচের চতুর্থ ও শেষ দিন একরকম নাটকই অপেক্ষা করছে।
নিজেদের প্রথম ইনিংসে তামিম ইকবাল, নাফিস ইকবাল, মুমিনুল হকদের চট্টগ্রাম ৩৮৩ রানে অলআউট হয়। রাজশাহী নিজেদের প্রথম ইনিংসে ৩০৮ রানে অলআউট হলে ৭৫ রানের লিড পায় তামিমরা।
তবে, লিড নিয়েও দ্বিতীয় ইনিংসকে লম্বা করতে পারেনি চট্টগ্রাম। মাত্র ১৮১ রানেই গুটিয়ে যায় তারা। রাজশাহীর দুই বোলার সানজামুল আর তাইজুলের কাছেই পরাস্ত হতে হয় চট্টগ্রামকে।
প্রথম ইনিংসে তামিম কোনো রান নেওয়ার আগেই বিদায় নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেও ব্যর্থ টাইগারদের এ ওপেনার। ব্যক্তিগত ৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। চট্টগ্রাম দলপতি নাফিস ইকবাল প্রথম ইনিংসে করেছিলেন ৬ রান, দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ তিনি। মাত্র ৩ রান করে বিদায় নেন নাফিস ইকবাল।
তিন নম্বরে নামা মুমিনুল প্রথম ইনিংসে ৯০ রান করলেও দ্বিতীয় ইনিংসে করেন ১৬ রান। প্রথম ইনিংসে ৯১ রানের ইনিংস খেলেছিলেন ইয়াসির আলি। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে তিনি খেলেন ৬১ রানের ঝকঝকে আরেকটি ইনিংস। গত ইনিংসের সেঞ্চুরিয়ান (১০২ রান) চট্টগ্রামের উইকেটরক্ষক ব্যাটসম্যান ইরফান শুক্কুরের ব্যাট থেকে দ্বিতীয় ইনিংসে আসে ৫৫ রান।
আগের ইনিংসে ৭৪ রানে অপরাজিত থাকা মোহাম্মদ সাইফুদ্দিন ফিরতি ইনিংসে করেন ১৭ রান।
চট্টগ্রামকে ১৮১ রানে গুটিয়ে দিতে রাজশাহীর সানজামুল আর তাইজুল নেন তিনটি করে উইকেট।
২৫৭ রানের জয়ের টার্গেটে নেমে তৃতীয় দিন শেষে রাজশাহী বিনা উইকেটে তুলেছে ৯৮ রান। ওপেনার নাজমুল হোসেন শান্ত ৪৫ আর জুনায়েদ সিদ্দীকি ৫৩ রান নিয়ে অপরাজিত রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ০৫ অক্টোবর ২০১৫
এমআর