ঢাকা: পাকিস্তান সফর শেষে শূন্য হাতেই ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে সালমাবাহিনী।
দুই মাসের কঠোর অনুশীলনের পরও পাকিস্তানের বিপক্ষে এমন পারফরম্যান্সে হতাশ নারী দলের হেড কোচ চ্যাম্পিকা গামাগে। দলের সিনিয়র ক্রিকেটারদের দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন তার।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) মিরপুরে পাকিস্তান সফর নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন গামাগে।
হতাশা নিয়ে তিনি বলেন, ‘ব্যাটিংয়ে বাজে করার জন্য দলের এই পারফরম্যান্স। সিনিয়র ক্রিকেটাররা ব্যাটিং ভালো করতে পারেনি। প্রস্তুতি ভালো ছিল। এখানে অনুশীলন হয়েছে, অনুশীলন ম্যাচ খেলেছি আমরা। ব্যাটিং নিয়ে আলাদা করে কাজ করা হয়েছে। কিন্তু ব্যাটিংটা ইউনিট হিসেবে ভালো করতে পারেনি। সিনিয়র ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে ব্যাট করতে পারেনি। তারা দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং করেছে। ’
তিনি আরও যোগ করে বলেন, ‘পাকিস্তানের বোলিংও এমন ভালো কিছু ছিল না। একজন বাঁহাতি স্পিনার ভালো ছিলেন, পেসাররা তো অনেক মন্থর বোলিং করেছেন। উইকেটও অনেক ভালো ছিল ব্যাটিংয়ের জন্য। আমাদের ভালো ব্যাটিং করতে না পারার কারণ নেই। আমি তো জানি মেয়েদের সামর্থ্য, অনেক ভালো করতে পারে ওরা। কিন্তু দায়িত্ব নিয়ে ব্যাট করতে পারেনি ২-১ জন ছাড়া। ’
দলের অধিনায়ক সালমা খাতুনের পারফরম্যান্সেও খুশি হতে পারেননি এ টাইগ্রেস কোচ। সালমা খাতুনের পারফরম্যান্স নিয়ে গামাগে বলেন, ‘সালমা টি-টোয়েন্টির এক নম্বর অলরাউন্ডার। অনেক দিন ধরে খেলছে। ভালো ক্রিকেটার সে। কিন্ত তার মতো একজন ক্রিকেটারের আরও দায়িত্ব নিয়ে ব্যাট করা উচিত ছিল। টপঅর্ডার ব্যাটারদের কেউই উইকেটে থাকতে পারেনি। শেষ ওয়ানডেতে তো সবাই বাজে শটে আউট হয়েছে। ব্যাটিং নিয়ে আমি খুবই হতাশ। ’
পাকিস্তানের নিরাপত্তা ও আতিথেয়তা প্রসঙ্গে তিনি বলেন, ‘নিরাপত্তার কোনো সমস্যা ছিল না। বাংলাদেশের মতোই নিশ্চিন্তে খেলেছি আমরা। সমস্যা কিছুই অনুভব করিনি। তাদের খুব ভালো আয়োজন ছিল। সবাই আমাদের দারুণ সমাদর করেছে। ’
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে ভালো প্রস্তুতির মঞ্চ হিসেবে ধরা হচ্ছিল পাকিস্তান সফরকে। উদ্দেশ্য পুরোপুরি সফল হয়নি। শেষ অবধি প্রোটিয়া নারী দল বাংলাদেশ সফরে না এলে বিশ্বকাপ-বাছাইয়ের আগে আন্তর্জাতিক ম্যাচ পাবে না নারী দল। নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ-বাছাইপর্ব।
এ প্রসঙ্গে গামাগে বলেন, ‘বিসিবি চেষ্টা করে যাচ্ছে। শুনলাম, এই মাসের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা আসতে পারে। না এলে বিশ্বকাপ-কোয়ালিফাইংয়ের আগে আমাদের কোনো ম্যাচ থাকবে না। বোর্ডকে অনুরোধ করব ম্যাচের আয়োজন করতে। সেটাও না হলে একটু আগেই আমাদের থাইল্যান্ড যেতে হবে। ’
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ০৮ অক্টোবর ২০১৫
এসকে/এমআর