ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইমতিয়াজের শতক স্বপ্ন দেখাচ্ছে সিলেটকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
ইমতিয়াজের শতক স্বপ্ন দেখাচ্ছে সিলেটকে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইমতিয়াজ ও রুমানের লড়াকু ব্যাটিংয়ে জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৩৬ রানের সংগ্রহ পেয়েছে সিলেট বিভাগ। দিনশেষে ১২৫ রানে ইমতিয়াজ আহমেদ ও ৮১ রানে অপরাজিত আছেন ‍রুমান হোসেন।



এরআগে, শনিবার (১০ অক্টোবর) সকালে, বগুড়ার শহীদ শেখ চান্দু স্টেডিয়ামে, রাজশাহীর কাছে টস হেরে ব্যাটিংয়ে নামে সিলেট। আর ব্যাটিংয়ে নেমে, দলীয় ২ রানেই শাহনাজ আহমেদকে হারায় সিলেট বিভাগ। এরপর ইমতিয়াজের সঙ্গে ৪৬ রানের জুটি গড়ে ব্যক্তিগত ১৮ রানে ফরহাদ রেজার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন টপ অর্ডারের ব্যাটসম্যান জাকির হোসেন। জাকির ফিরে যাবার পর ব্যক্তিগত ৩ রানের স্বল্প পুঁজিতে থামে রাজিন সালেহর ইনিংস।

রাজিনের সাঁজঘরে  ফেরার পর একই সংগ্রহে দলীয় ৮২ রানে অলোক কাপালিকে হারিয়ে চাপে পড়ে সিলেট বিভাগ। তবে ষষ্ঠ উইকেটে ইমতিয়াজের সঙ্গে ১৫৪ রানের দায়িত্বশীল জুটিতে  সেই চাপ কাটিয়ে উঠে দিনশেষে ২৩৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায়, সিলেট। বল হাতে রাজশাহী বিভাগের হয়ে মইনুল ইসলাম ২টি এবং ফরহাদ রেজা ও সানজামুল হক নিয়েছেন ১ টি করে উইকেট।

বাংলাদেশ সময় ১৮০০ ঘন্টা, ১০ অক্টোবর, ২০১৫
এইচএল/এমএমএস        

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।