ঢাকা: পাকিস্তানের ব্যাটিং অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটসম্যান আজহার আলি দল থেকে ছিটকে পড়েছেন। পায়ের আঙ্গুলের ইনজুরি তাকে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টেস্ট সিরিজের শুরুতেই মাঠে নামতে দিচ্ছে না।
সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে ইনজুরি আক্রান্ত হন আজহার। তখনই তাকে ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। ওয়ানডে অধিনায়ককে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে যাচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বর্তমানে পরিপূর্ণ ফিটনেস ফিরে পেতে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।
পাকিস্তানের টিম ম্যানেজার ইন্তিখাব আলমের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ইএসপিএন ক্রিকইনফো। সেখানে উল্লেখ করা হয়, পায়ের আঙ্গুলে চোট থাকায় জুতা পায়ে অনুশীলনে স্বাচ্ছন্দ বোধ করছেন না আজহার। তবে ক্ষতস্থান প্রায় শুকিয়ে গেছে বলে নিশ্চিত করা হয়। তাই ২২ অক্টোবর দুবাইতে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টে তার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।
আজহারের অনুপস্থিতিতে শান মাকসুদকে ওপেনিংয়ে দেখা যেতে পারে। অন্যদিকে, আহমেদ শেহজাদ ও মোহাম্মদ হাফিজের মধ্যে যেকোনো একজন ওয়ানডাউনে ব্যাটিং করবেন।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
আরএম