ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শামসুরের শতক, বঞ্চিত রকিবুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
শামসুরের শতক, বঞ্চিত রকিবুল

ঢাকা: ১৭তম জাতীয় ক্রিকেট লিগের টায়ার ওয়ানের ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে ১০৬ রানে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। চারদিনের এ ম্যাচে ঢাকা মেট্রো হাতে ৬ উইকেট নিয়ে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামবে।



প্রথম ইনিংসে মোহাম্মদ শরীফের ঢাকা বিভাগ অলআউট হওয়ার আগে করে ৩২৭ রান। জবাবে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে মাহমুদুল্লাহ রিয়াদের মেট্রো ২২১ রান তুলেছে। ঢাকা বিভাগের হয়ে এক রানের জন্য রকিবুল হাসান শতক বঞ্চিত হলেও মেট্রোর হয়ে শতক হাঁকিয়ে অপরাজিত রয়েছেন শামসুর রহমান।

প্রথম ইনিংসে আব্দুল মজিদ, রকিবুল হাসানের দারুণ ব্যাটিংয়ে তিনশোর কোটা পেরিয়ে যায় ঢাকা বিভাগ। ওপেনার জনি তালুকদার ২০ রানে ফিরে গেলেও আরেক ওপেনার আব্দুল মজিদ করেন ৬৬ রান। তিন নম্বরে নেমে সাইফ হাসান ২১ রানে বিদায় নেন। ২০ রান করেন মাইশুকুর রহমান।

চার নম্বরে ব্যাটিংয়ে নেমে রকিবুল মাত্র এক রানের জন্য শতক বঞ্চিত হন। ১৮২ বলে ১১টি চারের সাহায্যে তিনি ৯৯ রান করে সাজঘরে ফেরেন। প্রথম দিন ৮৯ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন ব্যাট হাতে নামেন রকিবুল।

এছাড়া আগের দিনের ৩৭ রানের সঙ্গে মাত্র দুই রান যোগ করে নাদিফ চৌধুরি ৩৯ রানে বিদায় নেন।

ঢাকা মেট্রোর হয়ে ৬টি উইকেট তুলে নেন আরাফাত সানি।

ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতেই ৯৮ রান তুলে নেয় মেট্রো। ওপেনার সৈকত আলির ব্যাট থেকে আসে ৪৮ রান। তবে, দ্বিতীয় দিন শেষে শতক হাঁকিয়ে অপরাজিত আছেন শামসুর রহমান। ২০১ বল মোকাবেলা করে তিনি ১৩টি চার আর একটি ছক্কায় ১১৮ রান নিয়ে অপরাজিত।

চার নম্বরে ব্যাটিংয়ে নেমে মেট্রোর দলপতি মাহমুদুল্লাহ মাত্র ১০ রান করে বিদায় নেন। গত ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করা মার্শাল আইয়ুব ২৪ রান করে বিদায় নেন। ১৪ রানে অপরাজিত থাকেন মেহরাব হোসেন জুনিয়র।

ঢাকা বিভাগের হয়ে দুটি উইকেট তুলে নেন গত ম্যাচে অসাধারণ বোলিং করা মোশাররফ হোসেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ১১ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।