ঢাকা: পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে স্বাগতিক ভারত। সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারা টিম ইন্ডিয়া সিরিজে সমতা আনতে জয় পায় ২২ রানের।
টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া টিম ইন্ডিয়া নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রান তোলে। সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়ারা ৪৩.৪ ওভারেই গুটিয়ে যায়। অলআউট হওয়ার আগে সফরকারীরা ২২৫ রান সংগ্রহ করে। ২২ রানের জয় পাওয়ায় ধোনিবাহিনী দুই ম্যাচ শেষে ১-১ এ সমতা ফেরায়।
ভারতের ওপেনার রোহিত শর্মা ৩ রান করে বিদায় নেন। আরেক ওপেনার শিখর ধাওয়ান ফেরেন ২৩ রান করে। তিন নম্বরে নামা আজিঙ্কা রাহানে ৫১ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন। চার নম্বরে নেমে বিরাট কোহলি করেন ১২ রান।
দলপতি ধোনির ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৯২ রান। অপরাজিত থেকে মাঠ ছাড়ার আগে তিনি ৮৬ বলে ৭টি চার আর ৪টি ছক্কায় তার ইনিংসটি সাজান। সুরেশ রায়না ফেরেন শূন্য হাতে। এছাড়া রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় সুযোগ পাওয়া হরভজন সিং ২২ রান করেন।
প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নেন ডেল স্টেইন। এছাড়া দুটি করে উইকেট শিকার করেন মরনে মরকেল এবং ইমরান তাহির।
২৪৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দ. আফ্রিকা ২২৫ রানে অলআউট হয়। ওপেনার হাশিম আমলার ব্যাট থেকে আসে ১৭ রান। এছাড়া আরেক ওপেনার কুইন্টন ডি কক করেন ৩৪ রান।
ফাফ ডু প্লেসিসের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৫১ রান। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে জেপি ডুমিনি ৩৬ রানে বিদায় নেন। এবিডি ভিলিয়ার্স ১৯, ফারহান বেহারদিয়েন ১৮, ডেল স্টেইন ১৩, কেগিসো রাবাদা ১৯ রান করলেও ডেভিড মিলার ফেরেন শূন্য হাতেই।
৪৩.৪ ওভারে অতিথিদের অলআউট করতে ভারতের হয়ে তিনটি করে উইকেট তুলে নেন ভুবনেশ্বর কুমার এবং আক্সার প্যাটেল। এছাড়া হরভজন সিং দুটি, উমেস যাদব একটি এবং মোহিত শর্মা একটি করে উইকেট পান।
ম্যাচ সেরার পুরস্কার উঠে মহেন্দ্র সিং ধোনির হাতে।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ১৪ অক্টোবর ২০১৫
এমআর