ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিজেদের মাটিতে ভয়ঙ্কর ভারত: লারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
নিজেদের মাটিতে ভয়ঙ্কর ভারত: লারা ছবি: সংগৃহীত

ঢাকা: সম্প্রতি সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০তে হেরেছে টিম ইন্ডিয়া। পরের বছর ক্রিকেটের ক্ষুদ্র এ ফরমেটের বিশ্বকাপ আসর বসবে ভারতের মাটিতে।

আর সে আসরে স্বাগতিকরাই ফেভারিট বলে মন্তব্য করলেন ওয়েস্ট ইন্ডিজের জীবন্ত কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা।

ক্যারিবীয় গ্রেট ক্রিকেটার লারা এ প্রসঙ্গে বলেন, আমি জানি ভারত নিজেদের মাটিতে কতটা ভয়ঙ্কর। তারা মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। তাদের ম্যাচ জয়ী অনেক ক্রিকেটার বর্তমান দলটিতে বিদ্যমান।

লারা যোগ করেন, টিম ইন্ডিয়া ফেভারিট দল হিসেবে মাঠে নামবে। আমি মনে করি আসন্ন বিশ্বকাপ ভারতের ঘরেই থাকবে। তবে, ঘরের মাঠে খেলার চাপ বেশি থাকে। তারপরও আমার বিশ্বাস এবারের বিশ্বকাপ ট্রফি তারাই জিতবে।

ক্যারিবীয়দের সুযোগ কতটুকু এমন প্রশ্নের জবাবে লারা জানান, ওয়েস্ট ইন্ডিজ ভালো দল। বোর্ডের বর্তমান সমস্যা গুলো কাটিয়ে উঠলে দলটি আরও এগিয়ে যাবে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে বেশ কিছু তরুণ ক্রিকেটার সুযোগ পেতে পারে। তাদের মাঝে মেধাবী কিছু ক্রিকেটার রয়েছে, যারা দলকে ভালো কিছুর দিকে এগিয়ে নিতে সক্ষম।

ভারতের মাটিতে ২০১৬ সালের ১১ মার্চ শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসর। ১৬ দেশের অংশগ্রহণে আসরটি শেষ হবে ০৩ এপ্রিল।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ১৫ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।