ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বার বার দুঃখ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া: পাপন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
বার বার দুঃখ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া: পাপন

ঢাকা: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভা শেষে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশে হবে-এমন নিশ্চয়তা পেলেও অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আশার কথা শোনাতে পারেননি তিনি।

ফলে ২০১৭ সালের আগে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট খেলা হচ্ছে না মুশফিকদের। ক্রিকেট অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের ইচ্ছা থাকলেও ব্যস্ত সূচির কারণে শিগগিরই আসতে পারছে না তারা- এমনটা জানিয়েছেন নাজমুল হাসান।  

স্থগিত হওয়া সিরিজ প্রসঙ্গে বোর্ড সভাপতি বলেন, ‘ওরা বলছে (ক্রিকেট অস্ট্রেলিয়া) সিরিজটা স্বমন্বয় করে নেওয়া হবে। কিন্ত সমস্যাটা হচ্ছে অস্ট্রেলিয়ার ট্যুর প্রোগামটা যদি খেয়াল করা যায়, ২০১৭ সাল পর্যন্ত তাদের সময় নেই। দুটো টেস্ট খেলতে ২০১৭ সালের আগে কোনোভাবেই সময় পাচ্ছে না তারা। অস্ট্রেলিয়া বাংলাদেশে আসবে এটা সবার সামনেই নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ’

অস্ট্রেলিয়া বাংলাদেশে আসতে কতটা ইচ্ছুক সেটা প্রমাণ করতে এশিয়ার অন্য দেশ সফর করতে এলে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসতে পারে বলে জানিয়েছেন নাজমুল হাসান। তিনি বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া বলেছে যখন তারা শ্রীলঙ্কা বা ভারতে আসবে তখন টেস্ট যদি নাও হয় বাংলাদেশের বিপক্ষে একটি-দুইটি ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি খেলবে। তারা যে আসবে বা আসতে ইচ্ছুক সেটা প্রমাণ করার জন্যই এমন সিদ্ধান্ত জানিয়েছে। তবে এটা এখনও চূড়ান্ত নয়। ’

বাংলাদেশ সফর স্থগিত করায় আইসিসি সভায় অস্ট্রেলিয়া দুঃখ প্রকাশ করেছে বলে বিসিবি সভাপতি জানান, ‘অস্ট্রেলিয়া বার বার অফিসিয়ালি সবার সামনে আমাদের কাছে দুঃখপ্রকাশ করেছে। তারা জানায়, এমন একটা পরিস্থিতির সামনে তাদের পড়তে হয়েছিল যে, ওই সময়ে বাংলাদেশ সফর করা ঠিক হবে না বলে মনে করে। বিশেষ করে ইতালিয়ান নাগরিক হত্যার ঘটনায় সবাই তাদের বলেছে আইএস জঙ্গিদের হামলার আশঙ্কা থাকতে পারে। এতে তারা কি করবে বুঝতে পারছিল না। মূলত এজন্যই তারা সফর স্থগিত করে। ’

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ১৬ অক্টোবর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।