ঢাকা: প্রায় চার মাসের একটা লম্বা বিরতির পর হোম অব ক্রিকেট মিরপুরে ফিরছে আন্তর্জাতিক সিরিজ। আর এই সিরিজের অংশ হিসেবে তিন ম্যাচ ওয়ানডে ও দু’টি টোয়েন্টি খেলতে সোমবার (২ নভেম্বর) বিকেলে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।
বিসিবি সূত্র জানিয়েছে, সোমবার বিকেল পৌনে ৫টায় আমিরাত এয়ারলাইন্সে হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পোঁছাবে সয়রকারী দলটি।
এদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে সিরজকে সামনে রেখে ইতোমধ্যেই প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৪ সদস্যের দলে নতুন মুখ কামরুল ইসলাম রাব্বি। গেল অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভালো পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী এ পেসার। আর বিশ্বকাপের সময় দল থেকে বাদ পড়া আল আমিন হোসেনও দলে জায়গা পেয়েছেন।
আগামী ৫ নভেম্বর ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ শেষে ৭, ৯ ও ১১ নভেম্বর মিরপুরে তিনটি ওয়ানডেতে বাংলাদেশকে মোকাবেলা করবে জিম্বাবুয়ে। একই ভেন্যুতে ১৩ ও ১৫ নভেম্বর দু’টি টি টোয়েন্টি ম্যাচ খেলে ১৬ নভেম্বর দেশে ফিরবে সফরকারীরা।
বাংলাদেশ সময় ১৫৩৭ ঘন্টা, নভেম্বর ০১, ২০১৫
এইচএল/আরএম